প্রশ্ন ফাঁস হয়নি ঠিক আছে । মনে হয় পরীক্ষার আগের রাতে ঘরে ঘরে পৌঁছে দেয়া হয়েছে ?

লিখেছেন লিখেছেন ব্যতিক্রম বলছি ২৬ জুন, ২০১৪, ১২:৪৪:২২ দুপুর



গত পাঁচ বছরে প্রশ্নপত্র ফাঁস হয়নি: শিক্ষামন্ত্রী

প্রশ্ন ফাঁস হয়নি ঠিক আছে | মনে হয় পরীক্ষার আগের রাতে ঘরে ঘরে পৌঁছে দেয়া হয়েছে ?

গত পাঁচ বছরে কোনো পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ পাওয়া যায়নি বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এমন দাবি করেন।

লক্ষ্মীপুর-৪ আসনের সাংসদ মো. আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর কাছে প্রশ্ন রাখেন, ‘দেশের প্রতিটি পাবলিক পরীক্ষায়, বিশেষ করে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রতিবছরই প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটছে। এতে মাঝেমধ্যে পরীক্ষাও স্থগিত করা হয়। এসব প্রশ্ন ফাঁসের ঘটনায় এখন পর্যন্ত কাউকে চিহ্নিত করা হয়েছে কি? কতজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে?’

জবাবে শিক্ষামন্ত্রী বলেন, গত পাঁচ বছরে কোনো পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ পাওয়া যায়নি। এ বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার অধীন অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ পাওয়া যাওয়ায় বিষয়টি খতিয়ে দেখা হয় এবং প্রাথমিক সত্যতা পাওয়ায় ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে। নতুন প্রশ্নপত্রে নতুনভাবে পরীক্ষা নেওয়া হয়।

মন্ত্রী জানান, প্রশ্নপত্র ফাঁসের এ ঘটনার বিষয়ে তদন্তে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা একটি কমিটি গঠন করেছে। একই সঙ্গে এ বিষয়টি তদন্তের জন্য শিক্ষা মন্ত্রণালয়ও উচ্চক্ষমতাসম্পন্ন একটি কমিটি গঠন করেছে। তদন্ত চলমান আছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় ফরিদপুরে দায়ের করা দুটি মামলায় তিনজন কারাগারে আছে।

সকাল সাড়ে ১০টার পর স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। দিনের কার্যসূচির শুরুতে মন্ত্রীদের প্রশ্ন-উত্তর টেবিলে উত্থাপিত হয়।

বিষয়: বিবিধ

১৩০৩ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

239068
২৬ জুন ২০১৪ দুপুর ১২:৫৫
চোরাবালি লিখেছেন : আকজের নাহ্ এবছরের সেরা জোকস এটা
৩০ জুন ২০১৪ দুপুর ০৩:৪৬
186447
ব্যতিক্রম বলছি লিখেছেন : সহমত।Applause Applause Applause
239071
২৬ জুন ২০১৪ দুপুর ০১:০৯
দুষ্টু পোলা লিখেছেন : গত পাঁচ বছরে প্রশ্নপত্র ফাঁস হয়নি: শিক্ষামন্ত্রী Rolling on the Floor Rolling on the Floor
৩০ জুন ২০১৪ দুপুর ০৩:৪৭
186448
ব্যতিক্রম বলছি লিখেছেন : ফাজি মনটী ........।
239078
২৬ জুন ২০১৪ দুপুর ০১:৫৫
প্রবাসী আশরাফ লিখেছেন : ইনিরাকে কেমন যেন পাগল টাইপের ভালো লোক মনে হয়। আবোল-তাবোল প্রলাপ বকা মাল সাহেবের পদাঙ্ক অনুসরন করতাছেন মনে হয়। Skull Skull Skull
৩০ জুন ২০১৪ দুপুর ০৩:৪৮
186449
ব্যতিক্রম বলছি লিখেছেন : পাগল টাইপের ভালো লোক !Crying Crying Crying Crying
239083
২৬ জুন ২০১৪ দুপুর ০২:০৫
ভিশু লিখেছেন : এই লোকটা কিছু ভালো কাজ করলেও এস এবং এইচএসসি'র জিপিএ-৫দের দাম অনেক অনেক কমিয়ে এনেছেন!
৩০ জুন ২০১৪ দুপুর ০৩:৪৮
186450
ব্যতিক্রম বলছি লিখেছেন : সহমত ।Good Luck Good Luck Applause Applause
239086
২৬ জুন ২০১৪ দুপুর ০২:১৮
হতভাগা লিখেছেন : ২০১০ থেকে যারা এই সব ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছে ২০১৭ সাল থেকেই টের পাওয়া যাবে এর প্রভাব যখন কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে।

জাতিকে মেধাশূন্য করে পরনির্ভরশীল করে রাখতে এটা একটা সুদূরপ্রসারী ও কার্যকরী পদ্ধতি।
৩০ জুন ২০১৪ দুপুর ০৩:৫০
186451
ব্যতিক্রম বলছি লিখেছেন : দূরদৃষ্টি সম্পন্ন মানুষ আপনি ...।Good Luck Applause Applause
239122
২৬ জুন ২০১৪ বিকাল ০৪:০০
শিশির ভেজা ভোর লিখেছেন : এরকম মাতাল অমানুষরা মন্ত্রী হয় কিভাবে বুঝি না।
৩০ জুন ২০১৪ দুপুর ০৩:৫১
186452
ব্যতিক্রম বলছি লিখেছেন : আমারও বুঝে আসে না।Good Luck Good Luck
239166
২৬ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:০৫
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : প্রশ্ন পত্র ফাঁস হয় নাই ,প্রশ্ন পত্র প্রকাশ প্রকাশ করে দেওয়া হয়েছে।
৩০ জুন ২০১৪ দুপুর ০৩:৫২
186453
ব্যতিক্রম বলছি লিখেছেন : একদম সঠিক ।Good Luck Good Luck
239244
২৬ জুন ২০১৪ রাত ১১:৫৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : প্রশ্ন কি আর উনার মাথার ষ্টেডিয়াম!!!!
৩০ জুন ২০১৪ দুপুর ০৩:৫২
186454
ব্যতিক্রম বলছি লিখেছেন : Don't Tell Anyone Don't Tell Anyone Don't Tell Anyone Don't Tell Anyone Don't Tell Anyone.

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File