এরা আড়ালেই থাকে !(সম্ভব হলে ছেলেটার খেলা দেখার চেষ্টা কৈরেন)
লিখেছেন লিখেছেন ব্যতিক্রম বলছি ১৫ জুন, ২০১৪, ০৭:৩০:৪০ সন্ধ্যা
আমি আসলেই ব্যতিক্রম ।কাল কেন /কি কারণে উরুগুয়ে কোস্টারিকা ম্যাচটা দেখলাম আমি নিজেই জানি না।তবে আমি সবসময় চাই অঘটন ঘটুক।এবং তা ঘটলোও ।আর তা সম্ভব হয়েছে জোয়েল ক্যাম্পবেল এর দ্বারা।কিন্তু তার দুর্ভাগ্য সে আর্জেন্টিনা কিংবা ব্রাজিলে জন্মেনি।জন্মেছে কোস্টারিকায়।তাই সংবাদ পাতার শিরোনামে তার নাম থাকার কথা নয়।কিন্তু নেইমার কিংবা মেসি ভাল খেললেও শিরোনামে খারাপ খেললেও শিরোনামে।অদ্ভুত!সাংবাদিকরাও জমিদার / মহাজনদের ভূমিকায় !সত্যি-ই পৃথিবীটা খুব অদ্ভুত!
বিষয়: বিবিধ
১২১৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন