রমাদান ঃ মুর্শিদ-উল-আলম
লিখেছেন লিখেছেন মুর্শিদউল আলম ৩০ জুন, ২০১৪, ১২:৩৪:২৮ দুপুর
রমাদান
মুর্শিদ-উল-আলম
এই বুঝি এলো নয়া মেহমান
বহুদিন পর
খুশিতে সবার হৃদয়ে জমাতে
সুগন্ধি আসর।
আকাশের মেঘ ছুটেছে সবেগ
খবর ছড়াতে
প্রিয় রমাদান এলোরে আবার
সংযম পড়াতে।
গাছের পাতারা ফুলের কলিরা
খাড়া করে কান
শোনে আবেদন, ত্যাগ কর আজ
মান অভিমান।
ভেদাভেদ নয়, চাই মহামিল
একসাথে চলা
মিছে অহমিকা কুটিলতা ফেলে
মন খুলে বলা।
চাঁদ-তারা-হাসি, রাঙা-ফুল-বাস
দেখি যেনো রোজ
সকলেই নেয় খুশি মনে ভাই
সকলের খোঁজ।
মায়া-মমতার জামা দিয়ে গায়
সকল মানুষ
পুড়ে ফেলে দিক যত অবহেলা
নির্মম ফানুস।
ক্ষতপুঁজ বেচে বেচে শুদ্ধ বায়ু
পায় যেনো নাক
যা মন্দ যা দ্বন্দ্ব দূরে দূরে আরো
দূরে পড়ে থাক।
যে জ্বালায় কালো ঘৃণার চেরাগ
তারে ভালোবাসো
যে চায় মলিন মুখে হায়, তারে
দেখে স্নেহে হাসো।
এই হলো রমাদান প্রজাপতি
ওড়াওড়ি ক্ষণ
সবুজের মাঠ, বিনয়ের ঘাট
শুদ্ধ করে মন।
বিষয়: বিবিধ
১০৫১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 9368
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
মন্তব্য করতে লগইন করুন