মুহাম্মদ খোদার রাসূল ঃ মুর্শিদ-উল-আলম
লিখেছেন লিখেছেন মুর্শিদউল আলম ২৯ জুন, ২০১৪, ১০:৩৭:৪৯ সকাল
মরুভূমি ব্যাপী খাঁখাঁ, শীতল বাতাস অপ্রতুল
দূষিত নিঃশ্বাসে বক্ষ নুয়ে ঝরে বেদনার ঝুল
অস্বস্তির মন্দথাবা কুরে খায় সমাজ-মুকুল
অব্যবস্থা-অবিচারে খাবিখায় মানুষের কুল।
দিতে দিতে খুন, সুদ, নীতিহীন কর্মের মাসুল
নাভিশ্বাস উঠে আসা সকলের প্রার্থনা আকূল
মানুষে মানুষে ভেদাভেদ করা সত্যি বড় ভুল
আর নয় হানাহানি চায় তাই বদল-আমূল।
সে সময় আরবের বুকে এক মুক্তির-মুকুল
ফোটে সত্যের পাহাড় রূপে হাসে সৃষ্টির দু’কুল
মাতা আমিনার কোলে ফোটে সেই সুরভিত ফুল
মরুর মাটিতে দোলে তাই কত আনন্দের দুল!
নয়ন জুড়ানো মুখ, ঢেউ-খেলা ঘন কালো চুল
অতীব সুন্দর তিনি মুহাম্মদ খোদার রাসূল।
বিষয়: বিবিধ
১২৪৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন