ওরা দুই জন ঃ মুর্শিদ-উল-আলম
লিখেছেন লিখেছেন মুর্শিদউল আলম ০৩ জুন, ২০১৪, ০৩:২২:২০ দুপুর
ওরা দুই জন
মুর্শিদ-উল-আলম
ইনি বলেন ভুল করিনি
উনি বলেন ভুল
উনি যদি ঠিকই বলেন
ইনি বলেন গুল।
উনি খেলে ইনি রাগেন
ইনি খেলে উনি
দু’জনারে দু’জন বলেন
দুর্নীতিবাজ খুনি।
ইনি বলেন তুই দালাল আর
উনি বলেন ফটকা
কথায় কথায় বলেন দু’জন
চটকা ওরে চকটা।
স্বার্থ নিয়ে ঝগড়া এদের
চলছেরে ভাই রাত দিন
ইনি বলেন আমি ভালো
ওকে সবাই বাদ দিন।
ইনি বলেন তুই ভালো না
উনি বলেন তুই
ইচ্ছে করে দু’জনারে
পাবনা নিয়ে থুই।
বিষয়: বিবিধ
১১৫১ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
উনি বলেন তুই
ইচ্ছে করে দু’জনারে
পাবনা নিয়ে থুই।
হাহাহাহাহা দারুণ লিখেছেন। লেখার সময় কি আপনি রাগান্বিত ছিলেন?
মন্তব্য করতে লগইন করুন