জীবন্ত মানুষ লাশ! মুর্শিদ-উল-আলম
লিখেছেন লিখেছেন মুর্শিদউল আলম ০২ জুন, ২০১৪, ১২:৩৬:৩১ দুপুর
জীবন্ত মানুষ লাশ!
মুর্শিদ-উল-আলম
জীবন্ত মানুষ লাশ!
মরে গেছে নাকি প্রতিবাদের তামাটে পাতা
ধ্বংসের বিরুদ্ধে প্রতিবাদ
নষ্টের বিরুদ্ধে প্রতিবাদ
ভ্রান্তির বিরুদ্ধে প্রতিবাদ
তামাটে পাতার গুঁড়ো মিশে প্রশ্রয়ী বাতাস
ঢুকে পড়ে লাশের মস্তকে
মগজের ঝিল্লি- গলে তারা এসে পড়ে রক্তে
দূষিত রক্তের ঘ্রাণে নেশা ধরে যায়
জীবন্ত মানুষ লাশ হয়ে হেঁটে চলে
আশে পাশে কেউ নেই যেনো
প্রাণ নেই, গান নেই, আশা নেই, ভালোবাসা নেই …
শুধু পথ আর পথ
নির্লিপ্ততা, একান্ততা ভেদ করে
শূণ্যতার নখে নখে স্তরণে
জীবন্ত মানুষ লাশ
অথচ এমন হ’ল কেনো?
কেনো মানুষ মানুষ হয়ে
কেনো মানুষ সাহসী হয়ে
জীবন্ত মানুষ হতে দেরি করে ফেলে?
বিষয়: বিবিধ
১১৫১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জীবন্ত মানুষ হতে দেরি করে ফেলে?
সবাই স্বার্থের পেছনে ঘোরে তাই দেরি করে ফেলে ।ধন্যবাদ ভাইয়া ।
মন্তব্য করতে লগইন করুন