গোলাপ মুর্শিদ-উল-আলম
লিখেছেন লিখেছেন মুর্শিদউল আলম ২৬ মে, ২০১৪, ০৪:০৪:৫২ বিকাল
গোলাপের কুঁড়ি চাই- বিকাশ উন্মুখ রাঙা কুঁড়ি
স্বপ্নের আকাশ চেরা বিদ্যুতের উম দেবো তাতে
ফুটে যাবে ফুল। হবে রাঙা আলোকের ঝুড়ি
কালো ভ্রমরের হুল এখনো রাখেনি চুম যাতে
সেরকম কলি দাও- ঠিক সদ্যজাত শিশু ফুল
তার সুগন্ধের স্পঞ্জ শুষে নিক- ক্ষত মন্দ ভুল।
সমস্ত বুকের মধ্যে নিকোটিন দাগ কেটে আছে
কষ্টের কুণ্ডলী যেনো আণবিক বোমা ফাটা ধোঁয়া
রুদ্ধ করে দিতে শ্বাস , বুকের ভেতরে ঢুকে নাচে!
বিন্যাসের ধারে- অনুভূতি জুড়ে ভয়ানক ছোঁয়া।
সময়ের স্নায়ু কত কাল পরে দেবে তুলে পাল?
ফুটে যাবে চোখ মেলে রক্তলাল কাঙ্ক্ষিত গোলাপ
পাপড়িময় পাটাতনে ধুম হবে শিশির প্রবাল
সুবাসের আবিরেরা গেয়ে যাবে স্বস্তির প্রলাপ।
বিষয়: বিবিধ
১০৩৭ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাল লাগলো ।
কিন্তু পাঠক ও মন্তব্যকারীর খুব অভাব ।
মন্তব্য করতে লগইন করুন