কুটা মুর্শিদ-উল-আলম
লিখেছেন লিখেছেন মুর্শিদউল আলম ১৯ মে, ২০১৪, ০২:১২:৫৭ দুপুর
ু
কুটা। বাতাসে নিঃশব্দে
উড়ে উড়ে নাচে, কোষে কোষে ঘোরে
খড়-কুটা!
বাড়ে, ক্রমাগত বাড়ে
কুটা কুটা উচ্চারণে
বায়ু ভারী
নাক জ্বলে
নাকের বিদ্রূপ শুনে শুনে
হায়াহীন বিড়ালের ঢঙে কুটা ওড়ে!
কেন?
আসলে কুটার কী প্রয়োজন?
গায়ে কি সুগন্ধি মাখা?
যেনো প্রোটিন সমৃদ্ধ স্বাদে কুটা ওড়ে!
শুধু শুধু ওড়ে, নৃত্য করে করে ওড়ে
দুর্বৃত্তের জামা গায়ে
হিসাবের দশমিকে দশমিকে ওড়ে
হাটে-বাজারে, অফিসে-আদালতে, দাম্পত্য ছাতায়
চিন্তা-চেতনায় কুটা ওড়ে
চোখ বন্ধ করে কুটা ওড়ে!
বড়ই নির্লজ্জ কুটা
বুদ্ধিহীন, সংক্রামক
অলিতে গলিতে ছাড়া ফেলে
নীতির বালিশে তিলা ফেলে
শৃঙ্খলার স্তরে স্তরে নোখ নোখ সুড়সুড়ি কাটে
মিনমিনে কুটা
কুটা ওড়ে
আনাচে কানাচে কুটা ওড়ে!
বিষয়: বিবিধ
১২৮৫ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন