দেশটা জুড়ে হচ্ছে কি ভাই
লিখেছেন লিখেছেন মুর্শিদউল আলম ৩০ এপ্রিল, ২০১৪, ০৩:১৭:০৭ দুপুর
দেশটা জুড়ে হচ্ছে কি ভাই
মউয়া গুপ্ত
দেশটা জুড়ে হচ্ছে কি ভাই
নেইতো চোখে ঘুম
জলজ্যান্ত মানুষগুলো
হয়ে যাচ্ছে গুম!
গুমোট হাওয়ায় উড়ছে কথা
সারবত্তা যে এই
দেশটা নাকি মুগের মুল্লুক
আম জনতার নেই!
পালের গোদা খোদার খাসী
‘র’ এর দালাল, তাই
পরের দেশে ‘প্রণয়’ খোঁজে
নিজের দেশে নাই!
এই সুযোগে চোর চামারে
করছে হরি লুট
দেশ দরদী সুনাগরিক
খাচ্ছে মামলা ঝুট!
ঘুষ না দিলে পঙ্গু করে
বুলেট্ করে পুশ
খুন খারাবি হর হামেশা
নেই কি কারো হুশ?
এমনি করে চলবে কদিন
বলতে পারো কেউ
জেগে উঠুক আম জনতার
জোয়ার ভরা ঢেউ!
বিষয়: বিবিধ
১১০৫ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রাম রাজ্য নিয়ে,
কোটি টাকার খেল তামাশা
দেখছে দু চোখ দিয়ে৷
থাকলে হরি লুটতে কি দোষ,
বাধা যখন নাই,
জাগছে চেতন, লুটব এখন
যেটুক যেথা পাই৷
মন্তব্য করতে লগইন করুন