বুকের দহনে পোড়ে না যা য মুর্শিদ-উল-আলম

লিখেছেন লিখেছেন মুর্শিদউল আলম ১৬ এপ্রিল, ২০১৪, ১২:৫০:৪২ দুপুর



জীবন অর্থনীতির খরায় চলে গেছ তুমি

তবু বুকের দহনে পোড়ে না যা যা

আজ তাও পুড়ে যাচ্ছে ক্রমাগত …

চৈত্রের দহনে পুড়ে করে খা খা

এখন প্রমত্তা ঢেউ আর প্রিয়ার বেণীর তুলনা হবেনা

দু’কুল ভাঙ্গার সুরে হয়ত বাজবে নারে সৃষ্টি সুখের উল্লাস

ভেটকি মাছের শুঁটকি হয়ে পড়ে আছে

বড়সড় নদীগুলো বুকের ভেতর

হিমালয় ছোঁয়া জল আর অবাধে গড়িয়ে

স্পর্শ করে নাতো বাংলাদেশ

মাঝখানে কারা ছাতকের ঠোঁটে

প্রতিবন্ধকতার কলকাঠি নাড়ে

তৃষ্ণায় খরায়

প্রতিদিন সংবাদ আসছে

পত্রিকার পাতা ভরে যাচ্ছে শুঁটকি নদীর

আকাবাঁকা জড় কষ্টের ছবিতে

এখন আন্তর্জাতিকতায় চৈত্র দাহ

সুসম্পর্ক আর্দ্রতা ভেজায় না কোন কিছু

বৈশ্বিক পুঁজির স্বার্থময় পেশী ফুলে ফেঁপে

ফাটিয়ে চলেছে সোহার্দের হাতা!

বিষয়: বিবিধ

৯৬৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

208814
১৬ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪৯
মেঘ ভাঙা রোদ লিখেছেন : অনেক সুন্দর হয়েছে ... চালিয়ে যান। আরো বেশী বেশী লিখুন
247130
২২ জুলাই ২০১৪ দুপুর ০২:১৯
মুর্শিদউল আলম লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File