আমার নদী শুকিয়ে গেছ মুর্শিদ-উল-আলম
লিখেছেন লিখেছেন মুর্শিদউল আলম ১৫ এপ্রিল, ২০১৪, ১০:২৩:১১ সকাল
আমার নদী শুকিয়ে কর
তোমার নদী তাজা
পরানটারে করছ তুমি
পোড়া তেলে ভাজা।
মার আমার ‘ফেলানী’রে
ঝোলাও কাঁটা তারে
চাষী মার, খাসী মার
ছাড়লেই বা কারে?
ধমক মারা চমক মারা
শুল্ক মারা ‘রাধা’
মাদক দিয়ে দখল কর
সোনার বাজার আধা।
নিতে পাকা, দিতে বাঁকা
আধেক বল মিছা
তোমায় সোজা করতে লাগে
এটম বোমার পিছা!
বিষয়: বিবিধ
৮৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন