ইসলামী আন্দোলনের বিজয় সম্পর্কে প্রফেসর ডঃ নাজমুদ্দিন এরবাকান বলেছেন.
লিখেছেন লিখেছেন এরবাকান ০৯ আগস্ট, ২০১৫, ০২:২২:১১ রাত
এই দ্বীনের বিজয়ের জন্য সারা রাত দিন সমগ্র শক্তি দিয়ে কাজ করুন অথবা সুন্দর বিছানায় কাঁত হয়ে ঘুমিয়ে থাকুন, এই সত্য দ্বীনের বিজয় না একদিন এগিয়ে আনতে পারবেন, না একদিন পেছনে নিতে পারবেন। সব কিছুর মূলে হল আপনি এই দ্বীনের জন্য কতটুকু পরীক্ষা দিচ্ছেন এবং নিজে কত টুকু সফল হতে পারছেন?এটার সাথে সম্পৃক্ত।
আপনাদের একটি মাত্র দায়িত্ব সেটা হল, এই আন্দোলনে নিয়ামক শক্তির ভুমিকা পালন করা। যেমন একটি খাবারে লবন না থাকলে সেটার স্বাদ হয় না তেমনি আপনাকেও লবনের ন্যায় ভুমিকা পালন করতে হবে।
আমি ১৯৬৯ সালে এই আন্দোলনে শরিক হয়েছি। আমাকে ভোট দিবে বলে আমি এই আন্দোলনের পতাকা বহন করি না। নির্বাচনের সময় ভোট জোগাড় করার জন্য, অর্থ সম্পদ এবং কোন উচ্চ পদের জন্য আমি সংগ্রাম করি না।
শুধুমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্য শুধুই আল্লাহর সন্তুষ্টির জন্য।
বিষয়: বিবিধ
১০৯০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আত্মজিজ্ঞাসা আবশ্যক!!
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
মন্তব্য করতে লগইন করুন