মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্র

লিখেছেন লিখেছেন এরবাকান ০৬ আগস্ট, ২০১৫, ০৮:৪৭:৩১ রাত

মধ্যপ্রাচ্যে আজ রক্তের হুলি খেলা কোথাও যেন একটু স্বস্তি নেই। আর এর মূল কারন হল বৃহৎ মধ্যপ্রাচ্য প্রকল্পের আলোকে মধ্যপ্রাচ্যে নতুন মানচিত্র। আসুন জেনে নেই কে কি বলেছিলেন আজকের মধ্যপ্রাচ্য নিয়ে



* জর্জ ডাব্লিউ বুশ BBC তে প্রকাশিত একটি ডকুমেন্টারিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে দেখা করে এই কথা গুলু বলেছিলেন ‘’সৃষ্টিকর্তার পক্ষ (GOD) থেকে দায়িত্ব পেয়েছি । আর এই জন্যই ইরাক এবং আফগানিস্তানে হামলা করেছি। আমরা আপনাদের মুসলমানদের জন্য ‘’নবমতম ক্রুসেড’’ শুরু করেছি।‘’

* যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইস Washington post পত্রিকায় এক সাক্ষাতকারে বলেছিলেন ‘’তুরস্কসহ মরক্কো থেকে পারস্য উপসাগর পর্যন্ত মধ্যপ্রাচ্যের ২২ টি দেশের মানচিত্র পরিবর্তন করব।‘’

* ডিক চেনী (DİCK CHENEY) আমেরিকান ভাইস প্রেসিডেন্ট থাকা কালে অ্যামেরিকান ইন্সিটিউট কর্তৃক আয়োজিত এক সম্মেলনে বলেছিলেন ‘’প্রেসিডেন্ট বুশের ক্রুসেড শব্দকে আমরা সমর্থন করি। আমরা যদি ইরাক এবং আফগানিস্তানে হামলা না করতাম তাহলে তারা ইসলামী ঐক্য প্রতিষ্ঠা করে ইসরাইলকে মানচিত্র থেকে মুছে ফেলত।‘’

বিষয়: বিবিধ

১৩০২ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

334202
০৬ আগস্ট ২০১৫ রাত ১০:২৯
আবু জারীর লিখেছেন : Inshallah their plan will bring something better for sleeping Muslim ummah।
০৭ আগস্ট ২০১৫ রাত ০২:৪৯
276337
সাদাচোখে লিখেছেন : আসসালামুআলাইকুম।
তারা পরিকল্পনামোতাবেক এগুতে চাইছে এবং বাধাঁ বিপত্তি ছাড়াই তথাকথিত সাফল্য পাচ্ছে বলে মনে করছে - সৌভাগ্য এই যে ঘুমন্ত মুসলিম ও জাগছে - কিন্তু তা গানিতিক হারে। এতে করে তাদের সাফল্য জ্যামিতিক আকারে বিরাটাকায় দেখাচ্ছে।

Inshallah their plan will bring something better for sleeping Muslim ummah।

আল্লাহ ´ভাল জানেন।

আমার ও তাই বিশ্বাস।
334215
০৭ আগস্ট ২০১৫ রাত ০১:১২
334240
০৭ আগস্ট ২০১৫ সকাল ০৭:১১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আল্লাহতায়লাই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারি।
334287
০৭ আগস্ট ২০১৫ দুপুর ১২:০৯
হতভাগা লিখেছেন : মধ্যপ্রাচ্য গিলতে পারলেও হজম করতে সমস্যা হবে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File