গোপন অস্রের প্রস্তুতি ও ্যাবহার Prof. Dr. Nazmuddin Erbakan

লিখেছেন লিখেছেন এরবাকান ২৫ আগস্ট, ২০১৪, ০২:০০:৩৪ রাত



মানবতার মুক্তির জন্য ও মানুষের শান্তির জন্য আমাদের কে অস্র তৈরি ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।তারা মানব সভ্যতাকে ধ্বংস করার জন্য। আমেরিকা লৌহিত সাগরে তার রণতরী মোতায়েন করে ইরাকের বাগদাদে হত্যাযজ্ঞ চালাচ্ছে। এন্ত্রাফার রণতরী ইস্তানবুলে আসার পর আমাদের একটি পার্লামেন্টারি গ্রুপ কে পাঠিয়েছিলাম সেটাকে পর্যবেক্ষণ করার জন্য। তারা আসার পর আমাকে তাঁদের অভিজ্ঞতা বর্ণনা করেছিল। তারা বলেন যে প্রথমে আমাদের কে ক্যাপ্টেন এর রুমে দেখানো হয়। এর পর ামাদের কে রনতরির ভেতর ক্যাপ্টেন এর গেস্ট রুমে নেওয়া হয়। সেখানে নারী পুরুষ একসাথে বসা সবার পেছনে কফি গরম করার চুলা সামনে টেবিল সবাই কফি তে আরামের চুমুক দিচ্ছে আর গল্প করছে। এরপর তারা বলল যে আমরা এখন আপনাদেরকে আমাদের কার্যপ্রণালী প্রদর্শন করাব। এই রনতরি থেকে একটি ক্ষেপনাস্র ১০ হাজার মাইল দুরের যে কোন লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম। এই কথা বলার পর বসার জা্যগা থেকে একজন তার সামনের পর্দায় সতর্কতার সাথে তাকানোর পর ক্যাপ্টেন তার কাছে এসে বলে যে কফি রেখে আমার কথা শোনেন । আপনি এই ক্ষেপনাস্র টিকে অমুক মহাসাগরের অমুক জায়গায় নিক্ষেপ করবেন। সেই বেক্তি তার কফির কাপ কে রেখে ডান পাশে ফিরে সেখানের কন্ট্রোল বাটন এ চাপ দেওয়ার পর আবার ক্যাপ্টেন এসে পর্দায় ফিরে বললেন যে আগুন রেডি?? বাটন এ চাপ দেওয়ার কিছুক্ষণ পর আমাদের কে টেলিভিশনে দেখানো হল যে সেটি তার সেই লক্ষ্য বস্তুতেই আঘাত হেনেছে। অর্থাৎ সবচেয়ে বড় জুলুম হল এটা যে কফি টেবিলে রেখে দিয়ে শুধু মাত্র ডানে বামে ফিরেই তারা লক্ষ্য বস্তুতে আঘাত হানার মত প্রযুক্তি তারা আবিষ্কার করেছে।এখন আপনি বলেন কি, আমি আমার অধিকার রক্ষা করব কিভাবে রক্ষা করবেন? আমেরিকার ৪০ টি রণতরী আছে। তাহলে আপনি কি ৪০ টি রণতরী বানাবেন? ইরানের পারমানবিক প্লান্টে হামলা চালাবে। আপনি ৪০ টি বানাতে বানাতে আমেরিকা আর ৮০ টি বানাবে। তাহলে আমরা কিভাবে তাঁদের মোকাবেলা করব?? আমার দিকে তাকান আমার দিকে। মহান আল্লাহ রাব্বূল আলামীণ রহমান ও রহীম।

আপনারা কী জানেন প্রযুক্তি কী? প্রযুক্তি হল আপনি ঐ রণতরীর ভেতরে এমন একটি যন্ত্র আবিষ্কার করে পাঠাবেন যে, ক্যাপ্টেন কোন সংকেতই বুজতে পারবে না।

১। তার নিক্ষিপ্ত ক্ষেপনাসরও ইলেক্ট্রনিক রিমোট এর সাহায্যে আকাশেই সেটার নিয়ন্ত্রণ নিয়ে তার দিকে ফিরিয়ে তার যুদ্ধ জাহাজ কে ধ্বংস করে দিবেন।

২। প্রযুক্তি আল্লাহ তালার একটি বড় রহমত অনুন্নত দেশ গুলো এর সাহায্যে উন্নত দেশের হূমকী থেকে রণতরী না বাণীয়েও নিজের দেশকে রক্ষা করতে পারে ।তার সে রণতরী তোমার আওতায় ইচ্ছামত হামলা করে সেটাকে শেষ করে দাও। আপনারা হয়তো মণে করতেছেন SİR আপনি এগুলা কী আজব কথা বলেন? আজব না আপনারা কী জানেন না আমি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ও টেকনিক প্রফেসর আপনারা কী জানেন না? আমি সব টেকনিক এখানে বলা নিরাপদ মনে করছি না। আপনি এমন একটি যন্ত্র আবিস্কার করবেন যেটা দিয়ে তার রণতরী কে আনায়াসে ধ্বংস করা সম্ভব। তাদের এরকম ১০০ টী বিমান ঘাটি রণতরী আছে।আর তার ১০০ বিলিয়ন ডলার এর সম্পদ কে ৫ লাখ ডলার এর তৈরি কৃত যন্ত্র দিয়ে ধ্বংস করে দিতে পারবেন। এই ভাবে তুমি কিভাবে ধ্বংস করে দিবে তাকে??? তোমার ইমান দিয়ে ইমান দিয়ে। আমরা যখন এই প্রজুক্তিকে আবিস্কার করে তাঁদের কে বলব যে এখন আসেন। সে তার মান সম্মান এর স্বার্থে নিজের অনিচ্ছা সত্তেও আসবে। আমি তাকে বলব এখানে বস আমাকে দেখ। তুমি এখন পর্যন্ত কত রক্তপাত ঘটিয়েছ আমাদের কে হত্যা করেছ। কিন্তু আমরা উমার ইবনুল খাত্তাব এর উত্তরসূরি ; আমরা সুলতান সালাহুদ্দিন আয়ুবির উত্তরসূরি ; আমরা সুলতান মুহাম্মাদ ফাতির উত্তরসূরি। আমরা তোমাদের কে ধ্বংস করার জন্য আসি নাই। আমরা দয়ার সাগর মুহাম্মাদ স. এর উম্মত। আমরা তোমাদের অধিকার ও তোমাদের দিতে চাই। আমদের পুরব পুরুষ রা যেভাবে তোমাদের তোমাদের কে তোমাদের অধিকার থেকে বঞ্চিত করেন নাই আমরাও তোমাদের কে বঞ্চিত করব না। আমরা সবার অধিকার কে ফিরিয়ে দিতে চাই।

'' আমরা হক কে সবসময় সবার উপরে স্থান দেই। কিন্তু আমরা শক্তির প্রয়োজনীয়তা ও জানি। ''

''শক্তি যখন হক পন্থিদের হাতে থাকে তখনি শক্তি সবচেয়ে সম্মান জনক অবস্থায় থাকে'।

আমরা এই ভাবে সব চেয়ে শক্তিশালী হব। শক্তিশালি একটি তুর্কী গড়ব ও নতুন দুনিয়া গড়ব। ইনশাল্লাহ ।।

বিষয়: বিবিধ

১৮৭২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

257965
২৫ আগস্ট ২০১৪ রাত ০৪:১৮
আবু সাইফ লিখেছেন : আল্লাহু আকবার!!

তুরস্ক সেদিকেই ছুটে চলেছে Praying Praying
257971
২৫ আগস্ট ২০১৪ রাত ০৪:৩৬
বুড়া মিয়া লিখেছেন : হুম, পারলে তো ভালোই হয়; দেখা যাক এটা আবার কিমা-পাগল এর মতো প্রলাপ না হয়! এগিয়ে যাক তুর্কী প্রযুক্তি তে।

আমরা তো সেলাই করাই ছড়তে পারতেছি না, কিন্তু সুই-টাও বলে বানাইতে পারি না! ঐসবের চিন্তা তো সুদূর পরাহত!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File