বাংলাদেশ আমার গর্ব ..।
লিখেছেন লিখেছেন সাইফ মাসুম ০৬ এপ্রিল, ২০১৭, ০৬:০৩:৩৭ সন্ধ্যা
বাংলাদেশ আমার গর্ব। বাংলাদেশ আমার মাতৃভূমি।আমি যুদ্ধ করে দেশ স্বাধীন করিনি কিন্তু যুদ্ধের কাহিনি শুনলে জোখ ছল ছল করে উঠে। যারা যুদ্ধ করে করে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে আমাদের জন্য উপহার হিসেবে দিয়ে গেছেন তাদরে প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন।
আমি একজন প্রবাসী। প্রায় দীর্ঘ ১৫ বছরের প্রবাস জীবন। এর মাঝে আমি ২ বার বাংলাদেশে এসেছি।
আমি কোন রাজনীতিবিদ ও না আবার কোন সেলিব্রিটি ও না। কিন্তু আমি আমার দেশ কে কেন যেন নিরাপদ মনে হয়না। প্রতি মুহূর্তে এক অজানা শংকা মনে ভর করে। মানে স্বাধীনতার ৪৬ বছর পরে ও আমরা সম্পূর্ন স্বাধীন নই। প্রতি মুহুর্তে একটা আতংক নিয়ে চলতে হয়। হয়তো কোন এক মুহুর্তে আমি Kidnapped হয়ে গেছি। নতুবা কারো কাছে প্রতারনার স্বীকার হয়েছি। অথবা কোন এক আনকোরা ড্রাইভার ঘটিয়ে দিল কোন অনাকাংখিত দুর্ঘটনা। বিশেষ করে আমাদের প্রিয় শহর রাজধানী ঢাকা তো একটা Horror Town আমার কাছে।
জন্মিলে মরিতে হবে এটা তো নির্মম সত্য কিন্তু অনাকাংখিত দুর্ঘটনা বা মৃত্যু সত্যি দুঃখ জনক।
কবে আমাদের দেশ সত্যিকারে স্বাধীন হবে, কবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ হবে, কবে সন্ত্রাস মুক্ত হবে, কবে বুক ভরে নিঃশ্বাস নিয়ে বলতে পারবো আমাদের দেশ সত্যি স্বাধীন। উন্নত বিশ্বের মতো নিরাপদে পথ চলতে পারবো। তখন নিজকে অনেক গর্বিত মনে হবে।
সেই শুভ দিনের অপক্ষোয় রইলাম।
আমার লেখা যদি কারো মনে কোন দেয় বা কোন পক্ষপাত মূলক হয় তাহলে আমাকে নিজ গুনে ক্ষমা করবেন।
কোন এক প্রবাসী।
বিষয়: বিবিধ
৮৭১ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন