আলহামদুলিল্লাহ

লিখেছেন লিখেছেন খাজা উয়ায়ছ ভক্তদের গোলাম ০২ মে, ২০১৪, ০২:২২:০৭ দুপুর

শুকর কর তোমরা সবাই,

যে হালতে রাখে আল্লায়।

হইও নাকো বিমুখ তাঁর,

নিরাশায় সব অন্ধকার।

আল্লাহ কোরআনে কয়,

দুখের পরেই সুখ হয়।

সে কথার পরেই আবার,

দুখের পরই আসবে সুখ।

এই কথা যারাই কয়,

সুখের পরেই দুখ হয়।

এই কথার ভিত্তি নাই,

কোরআনের কোন জায়গায়।

জানিয়া মানিয়া লইতে হবে,

যা করে আল্লাহ ভালই হবে।

রহীম রাজ্জাক নামের ভরশায়,

আলহামদুলিল্লায় জীবন পার।

“ফকির উয়ায়ছী বলে

সাধনায় সবই মিলে।

বিষয়: সাহিত্য

১০৯২ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

216481
০২ মে ২০১৪ দুপুর ০৩:২৪
শিশির ভেজা ভোর লিখেছেন : “ফকির উয়ায়ছী বলে
সাধনায় সবই মিলে।

এটা ফকির উয়ায়ছীকে বলতে হবে কেনো? এটা তো সবাই জানে যে সাধনায় সবই মিলে।
216541
০২ মে ২০১৪ বিকাল ০৫:২৬
মেঘ ভাঙা রোদ লিখেছেন : মাশাল্লাহ উনি ভালই বলেছেন।
216560
০২ মে ২০১৪ সন্ধ্যা ০৬:১০
অনেক পথ বাকি লিখেছেন : এক কথায় অসাম হয়েছে অসাম... চালিয়ে যান
216585
০২ মে ২০১৪ সন্ধ্যা ০৬:২৭
আঁধার কালো লিখেছেন : সুন্দর হয়েছে অনেক ধন্যবাদ |

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File