উপদেশ
লিখেছেন লিখেছেন খাজা উয়ায়ছ ভক্তদের গোলাম ২৯ এপ্রিল, ২০১৪, ০৮:৫৭:৫৬ সকাল
আল্লাহ রাছুলকে বলেন,
হুকুম আমার তোমার তরে।
বানী পৌচ্ছাইয়া দাও শুধু,
কোন জোড়া জুরি কইর না।
মানিয়া ঈমান আনিবে যে জন,
উম্মতে দাখিলা পাইবে সে জন।
খাটি মুসলমান হইবে যারা,
সাফায়্যাত শুধুই পাইবে তারা।
নবীর সাফায়্যাত বিনেও,
যাইবে আরো উয়ায়েছ এর গুনেও।
নবীর ওসিয়ত সেই কথাই বলে,
মুসলিম হাদিস দেখে নাও খুলে।
ওমর ছিল এত বড় সাহাবা,
নবী, বলেছেন ওয়েছের কাছে যাবা।
ক্ষমা করাইয়া নিও তোমার সকল গুনা,
ওয়েছ হাত তুলিলে, আল্লাহ খালি হাত ফিরায় না।
বিষয়: সাহিত্য
১১৬২ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যাইবে আরো উয়ায়েছ এর গুনেও।
পুরাইতো ভন্ড বেদাতিদের কথা!
মন্তব্য করতে লগইন করুন