খোদা হতে নয় জুদা

লিখেছেন লিখেছেন খাজা উয়ায়ছ ভক্তদের গোলাম ২৮ এপ্রিল, ২০১৪, ১২:০০:৩০ দুপুর

মুরশিদ জুদা নয় খোদা হইতে,

কিভাবে দুরে ঠেল আপনা হইতে?

খোদ থেকেই যে খোদা হয়,

সমস্ত কাল্লাই যে আল্লাহর হয়।।

চিনিয়া নিতে যতক্ষন,

মুরশিদের কাজটাই ততক্ষন।

চিনাইয়া আল্লাহ বানাইবে যারে,

তখন যে আল্লাহ হইব আপনারে।।

রাছুস সা. কয় চিন নিজেরে,

চিনবে তুমি স্বয়ং আল্লাহরে।

পাপী ফকির উয়ায়ছ বলে অন্ধত্ত্ব ছাড়,

দেখে যাও আল্লাহ তুমি এই দুনিয়াতেই যেন।।

বিষয়: সাহিত্য

১১৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File