আল্লাহ দেখা
লিখেছেন লিখেছেন খাজা উয়ায়ছ ভক্তদের গোলাম ২৭ এপ্রিল, ২০১৪, ০২:০১:৫৪ দুপুর
আল্লাহ আদিতে ছিল যেনো, -(আ.কু-৫৭:৩)
বাধা নাই গো মানতে কোন।
নামানিলে ইমান যাইবো বিফলে,
আখেরে ঠিকানা হইবে জাহান্নামে।।
আখেরে থাকিবেন আল্লাহ, -(আ.কু-৫৭:৩)
বলেন যে গো কালামুল্লা।
ফকির উয়ায়ছী কয়না অযথা,
দেখ সব কোরআনেই গাথা।।
গোপনে থাকেন আল্লাহ, -(আ.কু-৫৭:৩)
মানে সবাই সব মুল্লায়।
মানতে বড় কষ্ট হয়,
যখন তিঁনি প্রকাশ কয়।। -(আ.কু-৫৭:৩)
পাপী ফকির উয়ায়ছী কয়,
আল্লাহ দেখতে বড় কষ্ট হয়।
আল্লাহর সাক্ষাত অস্বীকারে,
কাফের বলে আল্লাহ তারে।। -(আ.কু-২৯:২৩)
হাশরে যারা আল্লাহ দেখতে চাও,
তোমরা সবাই জেনে নাও।
অন্ধ তোমরা, যারা এই জগতে,
থাকবা গো অন্ধ পর জগতেও। -(আ.কু-১৭:৭২)
বিষয়: সাহিত্য
১২২১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন