পীর মুরশিদ (ওস্তাদ/শিক্ষক)​

লিখেছেন লিখেছেন খাজা উয়ায়ছ ভক্তদের গোলাম ২৫ এপ্রিল, ২০১৪, ০৮:২৭:৪৯ সকাল

যে যা খুশি আমায় বলুক লোকে

মুরশিদ চাই আমি শিক্ষক রূপে

তিঁনার সম্মানে শির নোয়াতে

কোন বাধা আমার নাই

মুরশিদ আমি শিক্ষক রূপে চাই।।

আল্লাহ রাছুল এর মতন সম্মান দিতে

হুকুম আছে আল্লাহর কোরআনেতে

সূরা নিসার ৫৯ আয়াতে বলেন আল্লাহ

দ্বিমতে আল্লাহ রাছুলে ফিরিবা

হুকুমের বাইরে যাবার ক্ষমতা যে নাই

মুরশিদ আমি শিক্ষক রূপেই চাই।।

অধম ফকির উয়ায়ছী বলে

আল্লাহর সমকক্ষ করিলে

মিলিবেনা ক্ষমা কোন কালে

আমার মত পাপী দুনিয়ায় অভাব নাই

মুরশিদ আমি শিক্ষক রূপেই চাই।।

পীর হইয়াছে সামান্য সৃষ্টি

পারেন কি আনিতে বৃষ্টি

ছাগল দিয়া হালের কাজ কি হয়?

মুরশিদ আমি শিক্ষক রূপেই চাই।।

অবুঝ লোকের সম্মান অসম্মানে

আমার কি বা যায় আসে

হইতে চাইনা ‘আল্লাহ’ ভক্তদের কাছে

মুরশিদ আমি শিক্ষক রূপেই চাই চাই।।

সৃষ্টিকে যদি কেউ স্রষ্ঠা কয়

কাফেরি মউত হইবে নিশ্চয়

আল্লাহর ক্ষমা পাইবো না যে

মুরশিদ আমি শিক্ষক রূপেই চাই।।

বিষয়: সাহিত্য

১১১৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

213085
২৫ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৪৬
শিশির ভেজা ভোর লিখেছেন : জাজাকাল্লা খায়র... অনেক ভালো লাগলো পড়ে। আরো বেশী বেশী লিখুন
213095
২৫ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৫৭
নীল জোছনা লিখেছেন : সৃষ্টিকে যদি কেউ স্রষ্ঠা কয়
কাফেরি মউত হইবে নিশ্চয়
আল্লাহর ক্ষমা পাইবো না যে
মুরশিদ আমি শিক্ষক রূপেই চাই।

Thumbs Up

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File