বড় পীর
লিখেছেন লিখেছেন খাজা উয়ায়ছ ভক্তদের গোলাম ২৪ এপ্রিল, ২০১৪, ০৮:৪১:০৩ রাত
বড় পীর
মু’মিনে মওলা সেত মওলা আলী,
সৃষ্টিকে কভু কুর্নিশ করেন নাই তিঁনি।
হননি কারো আল্লাহ রাছুল নিজে তো তিঁনি,
আল্লাহ রাছুল সাজেন সব পীর সাহেবেতে।।
সকলের বড় পীর উয়ায়েছ যে হয়,
ভুলিলে হইবে তোমার অজ্ঞতার পরিচয়।
রাছুলের খলিফা তিঁনি আছে তার প্রমান,
খিরকা সম্পদ দিয়া নবী ওমর ও আলীকে পাঠান।।
মওলার খেলাফত পান তিঁনি জঙ্গে জামালের যুদ্ধে,
বায়াত হইলেন তিঁনি মওলা আলীরও হাতে।
মওলার খিলাফত হাসিল করেন প্রথম যিঁনি,
সিফফিনের ময়দানে শহীন হন যে তিঁনি।।
প্রথমে নবীর খিলাফত দ্বিতীয়তে আলীর,
তাঁর থেকে বড় হয় কিভাবে কোন পীর ।
নবীর ওসিয়ত করে ওমরকে হাদিসেতে পাই,
মাফ লইও তুমি উয়ায়ছ এর উসিলায়।।
রাবেয়া মোদার ছাগলের পশমের সমান,
উয়ায়ছের দোয়ায় তারা বেহেস্ততে যাবে।
কোন পীরের নাম যদি লয় নবী মুখে,
উয়ায়ছের নাম তিঁনি বলিয়াছে সুখে।।
আর কোন নাম নবী মুখে বলেন নাই,
এর বাইরে কোন দলিল হাদিসেতে না পাই।
মনগড়া হাদিস শোনাযায় লোক মুখে মুখে,
হাদিসেতে নাই কোন দলিল তাহাতে।।
জিলানী সাহেব তিঁনি কামেল পীর হন,
নাই কোন সন্দেহ মোর তাহার ভিতর।
৪৬০ বৎসর পর তিঁনি ধরায় আসিলেন,
উয়ায়ছ হতে সে কিভাবে বড় হইলেন।।
ভিন্ন মত পৌষন করি, আমি সে জায়গাতে,
উয়ায়ছকে সম্মান দিলে কি খতি তাহাতে।
সত্য বলতে কেন দিধা শুনতে আমি চাই,
বিশ্বাস করিতে পারিব যদি হাদিসেতে পাই।।
কম পক্ষে সিহাহ সিত্তাহর হাদিস হইতে হবে,
স্বীকৃত দিবো আমি জিলানী সাহেব বড় পীর ভেবে।
ফকির উয়ায়ছীর বিবেচনার কথা আমি বলে যাই,
চিন্তার করে দেখবেন আপনার বসে নিরালায়।।
বিষয়: সাহিত্য
১০৬৭ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন