প্রকৃত ইসলাম
লিখেছেন লিখেছেন খাজা উয়ায়ছ ভক্তদের গোলাম ২২ এপ্রিল, ২০১৪, ০৭:৪৩:২১ সন্ধ্যা
রাছুলের ইসলাম ডুবলো মুয়াবিয়ার হাতে,
নবীর বংশ শেষ হইলো ইয়াজিদের হাতে।
ফের জীন্দা হলো ইসলাম কারবালার পরেতে,
না ছিল মুসলমান এক সেই ময়দানেতে।।
কাফেরের দল নেতা ডেকে কয়,
জলদি আন কাটিয়া হুসাইনের কল্লা।
নাহয় যেন আসরের নামাজ কাজা,
তারাতাড়ি সালাম ভেজ নবী পরিবারে।।
মুনাফেকের দল বড় নামাজে দাড়াইয়া,
গন্ডগোল করে আজো মু’মিন সাজিয়া।
ফকির উয়ায়ছী কয় নামাজি বেহেস্তে যাইবা,
বেহেস্তের সর্দার কারা কারা বস গো ভাবিয়া।।
বিষয়: সাহিত্য
৯২৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
গন্ডগোল করে আজো মু’মিন সাজিয়া।
মাশাল্লাহ বেশ ভালো লাগলো অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন