প্রকৃত ইসলাম

লিখেছেন লিখেছেন খাজা উয়ায়ছ ভক্তদের গোলাম ২২ এপ্রিল, ২০১৪, ০৭:৪৩:২১ সন্ধ্যা

রাছুলের ইসলাম ডুবলো মুয়াবিয়ার হাতে,

নবীর বংশ শেষ হইলো ইয়াজিদের হাতে।

ফের জীন্দা হলো ইসলাম কারবালার পরেতে,

না ছিল মুসলমান এক সেই ময়দানেতে।।

কাফেরের দল নেতা ডেকে কয়,

জলদি আন কাটিয়া হুসাইনের কল্লা।

নাহয় যেন আসরের নামাজ কাজা,

তারাতাড়ি সালাম ভেজ নবী পরিবারে।।

মুনাফেকের দল বড় নামাজে দাড়াইয়া,

গন্ডগোল করে আজো মু’মিন সাজিয়া।

ফকির উয়ায়ছী কয় নামাজি বেহেস্তে যাইবা,

বেহেস্তের সর্দার কারা কারা বস গো ভাবিয়া।।

বিষয়: সাহিত্য

৯২৮ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

211919
২২ এপ্রিল ২০১৪ রাত ০৮:৪৯
দ্য স্লেভ লিখেছেন : যেহেতু ঈমাম হোসাইন এর হত্যাকারী,নির্দেশদাতারা নামাজ পড়ত বা পড়েছিল,তাই এরপর থেকে নামাজীরাই হোসাইনের(রহHappy হত্যায় মদদদাতা এবং তাদের জন্যে জান্নাত নাই !!! এইটা আপনার ফকির উয়ায়ছীর মতবাদ ?? নাকি আপনি এইডা মহা গবেষনা করে বের করেছেন ?? জাতি জানবার চায়....
211982
২২ এপ্রিল ২০১৪ রাত ১০:৩৪
মেঘ ভাঙা রোদ লিখেছেন : মুনাফেকের দল বড় নামাজে দাড়াইয়া,
গন্ডগোল করে আজো মু’মিন সাজিয়া।

মাশাল্লাহ বেশ ভালো লাগলো অনেক ধন্যবাদ
211999
২২ এপ্রিল ২০১৪ রাত ১০:৫২
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : অনেক সুন্দর হয়েছে ... অপূর্ব, চমৎকার
214268
২৮ এপ্রিল ২০১৪ দুপুর ১২:১৪
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : আমিরে মুয়াবিয়া রাসুল সা. এর জলিলূল কদর সাহবী।তার শঅনে এত বড় বেয়দবি কারি কোন মুসলমান হতে পারে না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File