নিদ্রা
লিখেছেন লিখেছেন খাজা উয়ায়ছ ভক্তদের গোলাম ১৩ এপ্রিল, ২০১৪, ১০:৩১:৪২ সকাল
নিদ্রার চেয়ে উত্তম কিছু নাই,
শান্তির নিদ্রায় যাইব যখন।
ওঠানোর ক্ষমতা কারোরই নাই,
নিদ্রার চেয়ে উত্তম কিছু নাই।।
নিদ্রার চেয়ে উত্তম কিছু থাকিলে
উইঠা যাইতো আযান দিলে
তা হয় না আল্লাহ ঘুম পারাইলে
নিদ্রার চেয়ে উত্তম কিছু নাই।।
এই বানী যদি সঠিক ধরিব
কিভাবে আমি বিদায় নিবো
চিন্তা কইরা দেখেন ভাই
নিদ্রার চেয়ে উত্তম কিছু নাই।।
আমি চিরনিদ্রায় যখন যাইবো
ঘুম হইতে নামায হয় ভাল
এই কথার কোন ভিত্তি নাই
নিদ্রার চেয়ে উত্তম কিছু নাই।।
বেদাতী এই কথা লাগাইয়া
ডাকেন কেন মিথ্যা আশা দিয়া
উঠিতে পারেনা মুর্দায়
নিদ্রার চেয়ে উত্তম কিছু নাই।।
বিষয়: বিবিধ
১০৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন