মু’মিনের নামাজ কায়েম
লিখেছেন লিখেছেন খাজা উয়ায়ছ ভক্তদের গোলাম ১০ এপ্রিল, ২০১৪, ০৫:৩৯:৪৭ বিকাল
নামাজ কায়েম কর মু’মিন
যাকাত কেহ ছাইড় না
যাকাত ছাড়িয়া দিলে
নামাজ কায়েম হইবে না।।
নামাজে সাক্ষাত না ঘটিলে
সিজদা যাবে পুরা বিফলে
সিজদার যদি পূর্ণতা চাও
দেওয়ার আগেই জেনে নাও।।
শেরেকি সিজদা দিলে তুমি
আলবত হইবা তুমি জাহান্নামী
হুজুরীল কাল্বে নামাজ পড়িলে
ফকির উয়ায়ছী কয় জান্নাত মিলে।।
বিষয়: বিবিধ
১০১৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন