সাভারে রানা প্লাজা ট্রাজেডির সেই ছোটলোকের বাচ্চা বাবুর কথা মনে আছে??
লিখেছেন লিখেছেন কর্ণেল ফারুক রহমান ২২ এপ্রিল, ২০১৪, ০৭:৪৩:৩৭ সকাল
জীবন বিপন্ন করে গতবছর এপ্রিল মাসের ২৪ তারিখে সাভারের রানা প্লাজার ধ্বংসস্তুপ থেকে বাবু উদ্ধার করেছিলেন ৩০ জন জীবিত মানুষকে। বাংলাদেশের মিডিয়াগুলো তাকে সেদিন হিরো বানিয়েছিলো। ধ্বংস্তুপ থেকে জীবিত/মৃত দেহগুলো কাঁধে নিয়ে বেড় হতে হতে এক সময় নিজেই অসূস্থ্য হয়ে যান বাবু, ঠাঁই হয় ঢাকা মেডিকেল কলেজের বারান্দায়। ছোট লোকের বাচ্চা বাবুর জন্য সিঙ্গাপুর তো দূরের কথা, বাংলাদেশের সরকারী হাসপাতালের একটি বেডও যোগাড় করা যায় নাই। ঢাকা মেডিকেল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হবার দুইদিন পর বাবুর লাশ পাওয়া গেল মেডিকেলেরই একটি তালাবদ্ধ বারান্দায়। গলায় শ্বাসরোধে হত্যার স্পষ্ট আলামত।
তখন কী মিডিয়াগুলো বাবু হত্যাকাণ্ডের নেপথ্য রহস্য উম্মোচনে মাঠে নামবে? রাষ্ট্র ছোটলোকের বাচ্চাটার কফিনে একটি জাতীয় পতাকা দিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানায়নি।
বাবু এখন আর পন্য নয়, বাবুর মৃতদেহ কোন সেলিব্রেটি চরিত্র নয়।
তবে একদা বাবু পন্য ছিলেন, তাই সেইদিন বাবু পত্রিকার শিরোনামও ছিলেন। তার অসূস্থ্যতা নিয়েও পত্রিকা লিখেছিলো "উদ্ধার করতে গিয়ে জমাটবাধা রক্তের গন্ধে একসময় বমি করে দেন বাবু। মাথা ঝিম ধরে ওঠে তার। চোখ আবছা হয়ে আসে। তারপরও বাবু তার উদ্ধার তৎপরতা থামাননি। মনোবল নিয়ে আবারও নেমে পড়েন উদ্ধার কাজে।"
হলুদ মিডিয়া বা রাষ্ট্র মৃত্যুর পর ছোটলোকের বাচ্চা বাবুকে তাঁর প্রাপ্য মর্যাদা দেয়নি।
যাইহোক আসুন আমরা সবাই এই মহামানবের জন্য দোয়া করি আল্লাহ্ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন। আমিন
"
বিষয়: বিবিধ
১৩৫৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ধন্যবাদ আপনাকে মনে করিয়ে দেয়ার জন্য।
মন্তব্য করতে লগইন করুন