আফ্রিকান সংস্কৃতি থেকে আমদানি করা বিরক্তিকর বাঁশি ভুভুজেলা, যা আমাদের শ্রবন শক্তি সহ্ মানসিক রোগের কারণ হতে পারে।
লিখেছেন লিখেছেন কর্ণেল ফারুক রহমান ১৩ এপ্রিল, ২০১৪, ১১:১২:৩৬ রাত
আফ্রিকান সংস্কৃতি থেকে বাংলাদেশের হুজুগে মানুষজন ইতিবাচক কিছু আয়ত্ত করতে পারুক আর না পারুক, অন্তত একটি জঘন্য ও বীভত্স বস্তু আমদানি করেছে; বস্তুটির নাম 'ভুভুজেলা'। বাংলাদেশে যেন এখন ৬৫টি জেলা, ৬৫তম জেলাটির নাম 'ভুভুজেলা'!
এই ভুভুজেলা যারা চিনেন না তাদেরকে বলি ভুভুজেলা হলো একধরনের বাঁশি, বিশেষ করে ক্রিকেট স্টেডিয়ামে খেলা দেখতে গেলে একধরনের বিরক্তিকর বাঁশির আওয়াজ শোনা যায় ওই বিরক্তিকর বাঁশিটির নামই ভুভুজেলা।
আমাদের যেমন দিবসের শেষ নেই তেমনিভাবে ভুভুজেলা বাজানোর সময়েরও শেষ নেই পহেলা বৈশাখ থেকে শুরু করে বিজয়দিবসে, স্বাধীনতাদিবসে, এমনকি শহিদ দিবসেও কোনো কোনো নির্বোধ ব্যক্তি এই বিরক্তিকর বস্তুটি উত্সবস্থলে (বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়) নিয়ে আসে, যেকোনো ধরনের অনুষ্ঠানে কিছু বেকুবকে এটা বাজাতে দেখেছি! এই কর্কশ-উত্কট-বিকট-বেসুরো বস্তুটি কতজনকে অসুস্থ করে ছাড়ে, তার ইয়ত্তা নেই। এই বস্তুটি শ্রবণেন্দ্রিয়ের জন্যও মারাত্মক ক্ষতিকর।
তাই, প্রত্যেককে অনুরোধ করছি আসন্ন পহেলা বৈশাখে কোথাও ভুভুজেলা না বাজাতে এবং বাজানোর ব্যাপারে অন্যদেরকে নিরুত্সাহিত করতে।
বিষয়: বিবিধ
১২৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন