জেমসের নগরবাউল আন্তর্জাতিক মানের ব্যান্ডদল।
লিখেছেন লিখেছেন কর্ণেল ফারুক রহমান ১২ এপ্রিল, ২০১৪, ০৯:১৮:৪১ রাত
জেমসের নগরবাউল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং দামী ব্যান্ড দল। বিশ্বের যেকোন দেশের যেকোন স্টেজে পারফর্ম করার মতো ব্যান্ড দলের একটি হলো নগরবাউল।
আপনাদের মনে আছে! সম্ভবত ২০০৭ সালে পশ্চিমবঙ্গের প্রিতম চক্রবর্তীর আমন্ত্রণে জেমস ভারতে গিয়ে বলিউডের একটি সিনেমায় কয়েকটি গান গেয়ে ভারতে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল।
ভারতের জনগণ তারপরেও জেমসকে হিন্দি গানের জগতে চেয়েও পায়নি।
কারণ একটাই জেমসের নাগরিকত্ব বাংলাদেশী।
এছাড়াও সম্ভবত ৮০ 'র দশকে ভারতে প্রত্যেকটি প্রদেশে শুরু হয়েছিল সঙ্গীত শিল্পী অনুসন্ধানে একটি অনুষ্ঠান, ওই অনুষ্ঠানে ভারতের হায়দ্রাবাদে গিয়ে বিচারকগণ অর্ধশতাধিক ছেলেমেয়েদের গান শুনে কাউকে সিলেক্ট না করতে পেরে ভারতের কোন একজন সঙ্গীত গুরু বলেছিলেন তোমরা হায়দ্রাবাদে গান গাওয়ার জন্য কিছু বাঙ্গালী নিয়ে এসো, কারণ বাঙ্গালীরা গানে সবচেয়ে ভালো।
সেইদিন আমাদের দেশে এসে ভারতীয় শিল্পীরা পারফরমেন্স করে কোটি টাকা কামিয়ে নিয়ে যায় আর আমরা বসে আঙ্গুল চুষি।
অথচ আমাদের এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী সহ আওয়ামীলীগের সব নেতারা বসে মুচকি হাসি মারে।
ধিক্কার জানাই এইসব দালালদের,।
হে জাতি কেদে লাভ নেই যতদিন ভারতের পাচাটা গোলাম বাকশাল সরকার ক্ষমতায় ততোদিন কান্না তোমাদের সঙ্গী।
বিষয়: বিবিধ
১২৫৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন