আমাদের ট্রাফিক পুলিশ ১০ টাকা ঘুষ নিয়ে মামলা চাপা দিয়ে দেয়।
লিখেছেন লিখেছেন কর্ণেল ফারুক রহমান ১২ এপ্রিল, ২০১৪, ০৬:০৭:৩০ সকাল
কিছুতেই গাড়ির গতি কমানো যাচ্ছেনা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে।।
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গাড়ির গতি যেন বেড়েই চলেছে,একপাশে চারলাইনের চওড়া হাইওয়ে রাস্তাগুলোতে গাড়ির জ্যামের সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে গাড়ির গতি।।
ওইসব, দেশে বিশেষ করে যুবক ছেলেদের গাড়ির গতি কমাতে নিয়মিত হিমসিম খেতে হচ্ছে দেশগুলোর ট্রাফিক বিভাগের।
এজন্য ট্রাফিক বিভাগ কয়েক কিলোমিটার দূরে ক্যামেরা স্থাপন করেছে তাতে গতি বেধে দেওয়া হয়েছে ১২০ কিলোমিটার তার উপরে গেলে ক্যামেরার সাহায্যে ফাইনের ব্যবস্তা করা হয়েছে।
কিন্তু তারপরও ট্রাফিক নিয়ম মানছেনা দেশগুলোর নাগরিকরা।
তবে জানা গেছে খুব শীঘ্রই দেশগুলোর ট্রাফিক বিভাগ গতি অবমাননা করে ড্রাইভ করার জন্য জেল জরিমানার মতো কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে।
বিঃদ্রঃ এইসকল দেশ সমূহ যেই টাকা ট্রাফিক ফাইন হিসেবে পেয়ে থাকে তার অধিকাংশ টাকাই নাকি বিশ্বের দরিদ্র মুসলিম দেশসমূহকে দান করে দেয়।
বিষয়: বিবিধ
১২৯০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাহলে তো ভালই ! যত বেশী বেশী ট্রাফিক আইনের লঙ্ঘন হবে তত বেশী বেশী ফাইন হবে । তত বেশী দানের টাকা পাবে দরিদ্র মুসলিম দেশগুলো ।
মিশুক মুনীর-তারেক মাসুদকে চাপা দেওয়া ট্রাকের ড্রাইভারের মামলা কত টাকায় চাপা পড়ে গেছে ? সেই ১০ টাকাতেই কি ?
মন্তব্য করতে লগইন করুন