ভারতী মুসলিম ছেলেকে ফেসবুকে হত্যার হুমকি!

লিখেছেন লিখেছেন দৈনিক মজিদকন্ঠ ২১ এপ্রিল, ২০১৪, ১১:৪১:৩৮ সকাল

গতকাল আমার ইমেইলটা চেক করা হয়নি।আজ ইমেইলটা চেক করে দেখলাম Khaerul Azamনামক একটা ছেলে মেইল পাঠিয়েছে।১০দিনে প্রায় ৩৮০০মেইল হয়ে যাওয়ায় ওনার মেইলটা তেমন গুরুত্ব দিলাম না।আবার ১০মিনিট পর মেইলটা চেক করতে গিয়ে দেখি Khaerulএকই রকম ১০টা মেইল মজিদকন্ঠে করছে!এবার অতি আগ্রহের সহিত মেইলটা চেক করতে বসে গেলাম।মেইলটা পড়ে করে চোখের কোনের আর পানি ধরে রাখতে পারলামনা!এখনি ভারতীয় হিন্দুরা এইরকম হামকি ধুমকি দিচ্ছে মুসলমান ছেলে পুলেদের!নরেন্দ্রমোদী ক্ষমতায় গেলে কি করবে কে জানে!

এখানে দেখে আসুন খায়েরুল আজাম আমাদের যা ইমেইল করে পাঠিয়েছে।

আচ্ছা মুসলিম ভাইয়েরা আমরা কি পারিনা এদের হেল্প করতে?

তাদের সাহস জোগাতে?

প্রভূ যদি জিজ্ঞেস করে তোর ভাইকে তুই সাহায্য করেছিস কি? কিয়ামতে প্রভূর দরবারে কি জবাব দেবো?

এগিয়ে আসুন।

তাদের সাহায্য করুন।

অন্তত একবার হলেও বলুন,ভারতী মুসলিমদের কিছু হলে জ্বলবে আগুন ইন্ডিয়াতে।

বিষয়: আন্তর্জাতিক

১৪১৩ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

211152
২১ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৩১
নূর আল আমিন লিখেছেন : মালাউনের বাচ্চাদের জুতাপেটা করা উচিত

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File