এক নজরে দেখে আসুন ইমরান এইস সরকারের বিড়িয়ানি খাওয়ার ছবি

লিখেছেন লিখেছেন দৈনিক মজিদকন্ঠ ১৬ এপ্রিল, ২০১৪, ০৮:১৩:৫১ রাত

'বৈশাখীয় গণ-জাগরণ চেতনা'

একনজরে গণজাগরন মঞ্চে মুখপাত্রের দায়িত্ব থাকাকালীন; ইমরান সরকার ও তার সাঙ্গু - পাঙ্গু'দের নিয়ে করা ডাকাতী বা চাদাবাজির একটি তালিকা !!

গণজাগরন মঞ্চের চাদাবাজির সংক্ষিপ্ত লিস্টঃ

১। এস পি মাহবুব থেকে ৪ লক্ষ টাকা বাপ্পাদিত্য বসু'র সামনে লেন-দেন।

২। কানাডা থেকে জিয়াউল হক প্রবাসী'দের ফান্ড লেন-দেন; বাপ্পাদিত্য বসু'র পরিচিত।

৩। ইনসেপ্টা ৫ লক্ষ টাকা দিয়েছে নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর কাছে; জানিয়েছেন ফরিদুর রেজা সাগর।

৪। বসুন্ধরা গ্রুপ ২০ লক্ষ টাকা প্রদান করেছে।

৫। রেনাটা ফার্মা ৪ লক্ষ টাকা প্রদান করেছে।

৬। ল্যাব-এইড ডা আর্সালনের মাধ্যমে ১০ লক্ষ টাকা প্রদান করেছে।

৭। ইস্পাহানি ১০ লক্ষ টাকা প্রদান করেছে।

৮। এফবিসিসিআই চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন হতে ৬০ লক্ষ টাকা লেনদেন।

৯। আবেদ খান ২.৫ লক্ষ টাকা ইমরান সরকারের হাতে প্রদান করেছে।

১০। হামীম গ্রুপ ২০ লক্ষ টাকা প্রদান।

১১। যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়া থেকে আপাতত খয়রাত প্রদান।

বিস্তারিতইমরানের বিড়িয়ানি খাওয়ার দৃশ্য এবং গনজাগরন মঞ্চ বৈশাখে যত টাকা তুল্ল click

বিষয়: বিবিধ

২০২১৯ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

208875
১৬ এপ্রিল ২০১৪ রাত ০৮:১৬
মেঘ ভাঙা রোদ লিখেছেন : পুরান নিউজ
208881
১৬ এপ্রিল ২০১৪ রাত ০৮:২৩
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : উনি চাকরিবাকরি বউ বাচ্চা রেখে সাঙ্গ পাঙ্গ নিয়ে একটি মেসে থাকে। তাহলে তার তো একটা খরচের ব্যাপারস্যাপার আছে তাই না?
208894
১৬ এপ্রিল ২০১৪ রাত ০৮:৪৮
শিশির ভেজা ভোর লিখেছেন : একটা সংগঠন পরিচালনা করতে টাকা লাগে। আর ওরাতো কারো কাছে চাদাবাজি করে নাই। সুতরাং এই টাকা নেয়া জায়েজ।
208911
১৬ এপ্রিল ২০১৪ রাত ০৯:১০
দ্য স্লেভ লিখেছেন : সরকার মানুষ , খাবেনা ? সব সরকারই তো খায় !

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File