জাপা দলে পরিবর্তন।চাপের মুখে এরশাদ!

লিখেছেন লিখেছেন দৈনিক মজিদকন্ঠ ১১ এপ্রিল, ২০১৪, ১১:১৮:৫৭ রাত

সরকারকে খুশি করতেই জাতীয় পার্টির (জাপা) মহাসচিব পদে পরিবর্তন আনা হয়েছে। রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে জিয়াউদ্দিন বাবলুকে এই পদে বসানোয় এখন জাপা কার্যত সরকারের একচ্ছত্র নিয়ন্ত্রণে চলে গেছে। আর সরকারকে ‘তুষ্ট’ করার এই কাজটি করেছেন স্বয়ং জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

জাপার সভাপতিমণ্ডলীর একাধিক সদস্য এমন অভিমত দিয়েছেন।

দলের সভাপতিমণ্ডলীর সদস্য পদধারী একজন সাংসদ নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, চেয়ারম্যানকে বোঝানো হয়েছে, সরকারের মেয়াদ পাঁচ বছর। এই সময়ে মামলা-মোকদ্দমা-জেল থেকে দূরে থাকতে সরকারকে ‘সমঝে’ চলতে হবে। যেহেতু আওয়ামী লীগের সঙ্গে জিয়াউদ্দিন বাবলুর যোগাযোগ ভালো, সে কারণে এই ‘সমঝে’ চলার জন্য তাঁকেই বেছে নিয়েছেন এরশাদ।

তবে শ্রম প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হক চুন্নু প্রথম আলোকে বলেছেন, ‘সরকারকে খুশি করতে দলের মহাসচিব পরিবর্তন করা হয়েছে,বিস্তারিত পড়ুনঃ"সরকারকে খুশি করতেই দলে পরিবর্তন আনলো জাপা!হুলো বিড়াল হলেন হো.মু .এ"

বিষয়: বিবিধ

৯৩২ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

206382
১২ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৫১
এহসান সাবরী লিখেছেন : এরশাদও একটা মানুষ তার আবার একটা দলও!
কি আর বলব!পুরাই স্পীকার হয়ে গেলুম!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File