ঘুম ভাংঙ্গনোর গান
লিখেছেন লিখেছেন কেলিফোরনিয়া ১২ এপ্রিল, ২০১৪, ১০:২১:১৮ সকাল
অধরা স্বপ্ন মাগো অধরাই থেকে যায়।
শুরার কাপে চুমুক রেখে,তাঁরা আমার ধানি জমির উপর গনতন্ত্র ফলায়।
ঝুল বারান্দায় দুলে, দুলে গভীর টানে ধুঁয়া ছেরে
সাবর জন্য ডাল ভাত, আমার নেতার স্বপ্ন -সাদ।
এই বাঙলায় যুগে যুগে বর্গি এল,
নাঙ্গল জোয়াল কেরে নিল
হাতের ভেতর গুজে দিল বিভেদ গড়ার চাল।
লাল সবুজের দেশ টা নিয়ে, স্বপ্ন বুনা বুকের মাঝে
আর কত টা রক্ত দিলে, ভাইয়ের হাতে ভাই হারালে
আর কবে মা? বুজব মোরা
সবি ছিল বর্গি দেশের চাল।
বিষয়: সাহিত্য
১০৯৪ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন