বঙ্গ দেশি কোটা
লিখেছেন লিখেছেন কেলিফোরনিয়া ১০ এপ্রিল, ২০১৪, ০৯:২০:০৭ সকাল
এই চোখে জল আছে, বুকে চাঁপা বেথা। কেউ বুঝে না, কেউ বুঝে না।
দেশ টা স্বাধীন তোদের তরে যারা হবি নেতা।
আমরা হলাম ফকিন্নির পুত, মোদের জন্যে স্বাধীন দেশে ঘুরে রিকসার চাকা।
কোটায় তোরা বি সি এস, কোটায় তোরা নেতা।
হল গুলো সব নেতার কোটায়,
আম-ছাত্র থোরাই কেয়ার; তোদের কপাল ফুটা।
এই বঙ্গে বাঁচতে হলে, রুটি রুজি থাকতে হলে
হিসেব কষুন বশে, গর্ভে থাকা তোর ছেলে টি কোন কোটাতে পরে।
এই চোখে জল আছে,বুকে চাঁপা বেথা। কেউ বুঝে না, কেউ বুঝে না।
বিষয়: সাহিত্য
১২১১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার কবিতা বুঝার মানুষ এখন নেই। এটি যদি কোন মেয়ের গোপানা্ঙ্গ নিয়ে লিখতেন, লিখতেন তার রুপকে নিয়ে তাহলে অনেকগুলো কমেন্টস আসত। আপনি লিখেছেন চেতনাকে নিয়ে। লিখেছেন উল্ঙ্গ সভ্যতার জন্য মরিয়া মুসলিম মাতাপিতার ঘরে জম্ননেয়া কুলাঙ্গার অমানুষ আর জাহান্নামের কীটদের নিয়ে। এদেরকে ধিক্কার দেয়ার মত অনুভূতিও আমরা হারিয়ে ফেলেছি।
ধন্যবাদ। আপনার কবিতার প্রতিটি লাইন নোংরাদের বিরুদ্ধে প্রচন্ড প্রতিবাদ। খুব ভাল লাগার কবিতা।
এক করতে পারলে, রক্তাত বাংলা আমার সবুজ বাংলা হবে।>-
কোটা দিয়েই ত এই সোনার বাংলা দেশটাকে এরা ফুটা করে দিল।
মন্তব্য করতে লগইন করুন