মিডিয়ায় সাকিব ও ক্রিকেটীয় অন্যান্য প্রেক্ষাপট
লিখেছেন লিখেছেন প্রফেসর ফারহান ০৮ জুলাই, ২০১৪, ১০:২০:০৩ সকাল
খেলাধুলার ইতিহাসে যদি জঘন্য কোন দালাল বা অভিভাবকীয় প্রতিষ্ঠান থাকে সেটা হচ্ছে আইসিসি। ১০ টি দেশের সমন্বয়ে নয়; ইসিবি, ক্রিকেট অস্ট্রেলিয়া, বিসিসিআই এই ৩ প্রভাবশালীর চুদুরবুদুরে চলে আইসিসি ও আন্তর্জাতিক ক্রিকেট।আজকের বিশ্বে যখন সাকিবকে নিয়ে আলোচনা হচ্ছে, বিভিন্ন মিডিয়া, ব্লগ,ফেসবুক ও ওয়েবসাইটে যেভাবে লেখালেখি হচ্ছে তা আসলেই দুঃখজনক যেখানে চাপা পড়ে গেছে লুই ভিনসেন্ট এর মত তারকা খেলোয়াড়ের নিষিদ্ধ হবার খবর।লুই ভিনসেন্ট ম্যাচ গড়াপেটা,ফিক্সিং এসব বিষয়ে সমস্ত সত্যতা স্বীকার করা সত্ত্বেও তাকে আজীবনের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ করল ইসিবি ও আইসিসি। ঠিক যেমন আমাদের আশরাফুল সমস্ত কিছু স্বীকার করা সত্ত্বেও তাকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হল।আসলে দোষ স্বীকার বা সত্যতা স্বীকার করে লাভ নেই।তার চেয়ে বরং অস্বীকার করে ভাট,আমির,আসিফের মত জেল খেটে নাটক বানিয়ে কিছু আমলা খাটিয়ে টাকা খেয়ে রাস্তায় ছেড়ে দিল ভাল।ঐ তিন প্রভাবশালীর সাথে এখন বিসিবিও যুক্ত হচ্ছে আর বিসিবির লাভ হল গ্লাসের লাল পানির শেষটুকু খাওয়া। অনেক অনেক কিছু লিখেছেন ও পড়েছেন, তাই বেশি কিছু বলব না; তবে বিষয় যেটা পরিস্কার হল সেটা হচ্ছে-
১)সাকিবের সিপিএলে যাওয়া বিষয়েঃ নিয়মানুযায়ী সাকিব সিপিএল এ যাবার আগে বোর্ডের সাব্বির, সুজন ও আকরাম সাহেবের সাথে যোগাযোগ করে গেছেন অনাপত্তিপত্র ও খেলার ব্যাপারে।নির্বাচক আকরাম খান চিটাগাং থাকায় অনাপত্তিপত্র স্বাক্ষর করা হয় নি, তবে তিনি সাকিবকে খেলার ব্যাপারে আশ্বাস দেন।সাকিব ট্রেইনার ও স্টাফদের কাছেও বলে গিয়েছেন লন্ডন যাবার বিষয়টি।
২)বিভিন্ন মিডিয়ার নিউজ দেখে ছুটিতে থাকা কোচ বিসিবির মাধ্যমে সাকিবকে তলব করল এবং বিসিবি সাকিবের কাছে নিউজ পাঠাল যে দেশে ফিরতে হবে।
৩)সাকিব কেন এই কথা শোনার পর আমাদের যে কাউরি মাথা খারাপ হবার কথা যে একটা কাজে গেলাম সেটা শুরু করার আগেই বাড়ি ফিরতে হবে। কোচের সাথে যোগাযোগ করল সাকিব। আসার প্রক্রিয়া ও জাতীয় দলের পারফরম্যান্স নিয়ে পরিষ্কারভাবে আলোচনা করতে গিয়ে কোচ ও সাকিব পরস্পরই একটু ক্ষেপে যান।সেই ক্ষোভ বা রাগ থেকে সাকিব স্বাভাবিকভাবেই বলে যে সে দেশের হয়ে আর কোন ম্যাচ খেলবেন না।এটাকে ঢাকার জন্য সাকিব যাই বলেন না কেন এটাই সত্যি।ঘরে বাবা বা সন্তান যে যতই বলুক না কেন যে ঘর ছেড়ে বেরিয়ে যা, কেউই কিন্তু সেটা চায়না। আর বাবা হিসেবে বিডির কোচ কিন্তু নতুন।রাগ বা ফানের বশবর্তী হয়ে নয়,তিনি বিসিবিকে জানিয়ে উচিত কাজটি করেছেন।আর সাকিবের অনাপত্তিপত্রের বিষয়টা সত্যি।
(উপরের তিনটি বিষয় ইনডিপেনডেনট টিভির ভিডিও থেকে)
৪)এয়ারপোর্টে সাক্ষাৎকার শেষে সাকিবের দৌড় এবার বিসিবিতে। সেখানে তার উদ্ধতা প্রকাশ পেল এবং বিসিবির কর্মচারীদেরও দেখা গেল সাকিবের প্রতি অনিহা।নিজের গাড়ি নিয়ে অহমিকা আর টাকার দাম দেখাল সাকিব বিসিবিতে কারন ততক্ষণে তারা বুঝে গেছে সাকিবের মাছ দিয়ে শাক ঢাকার কীর্তি। সেই সাব্বির সাহেবও এড়িয়ে গেলেন সাকিবকে আর খেলোয়াড়সুলভ সাকিবের কিছু ফর্মাল প্রশ্নের উত্তর দিয়ে কর্মচারীরা হয়ে গেলেন দায়সাড়া। যা হবে ৭ তারিখের বোর্ড সভায়।
৫)সাকিবের সাথে বোর্ডের আলোচনা এবং তার আগে বোর্ডের আন্তঃ আলোচনা সভার ভিত্তিতে যে ঘোষণা আসল সেটা হচ্ছে আগামী ৬ মাসের জন্য সাকিব জাতীয় ও আন্তর্জাতিকভাবে ক্রিকেট থেকে নিষিদ্ধ এবং ১.৫ বছরের জন্য বাইরের কোন ক্রিকেট লীগ থেকে নিষিদ্ধ।পাপন সাহেব আরও যোগ করেন যে, সাকিবের বিরুদ্ধে এরকম কষ্টকর সিদ্ধান্ত শুধুমাত্র এই একক বিষয় নিয়ে নয়,আগের কিছু বিষয় মিলিয়ে যৌথভাবে নেয়া হয়েছে। তো আগের বিষয়গুলা কি? সাকিবের স্ত্রীর বিরুদ্ধে কটাক্ষকারীকে ড্রেসিং রুম থেকে গিয়ে খেলার মাঝে মারা, দলীয় শৃঙ্খলায় নিজের উদ্ধতা প্রকাশ যেটা অন্য খেলোয়াড়দেরও সংক্রমিত করছে, আচরণগত সমস্যা ইত্যাদি।সাকিবের বিরুদ্ধে এর আগেও ড্রেসিং রুমে মিডিয়া বিতর্কিত অশোভনীয় অঙ্গভঙ্গির অভিযোগ উঠেছিল।
৬) সবকিছু মিলিয়ে সাকিবের ক্যারিয়ার কিছুটা স্তিমিত হয়ে যাওয়া আর বিসিবির মাছ দিয়ে শাক ঢাকা পলিসি দেখা যাচ্ছে, নাহলে এতগুলা লোকের সাথে যোগাযোগ করে লন্ডন যাওয়া সাকিব কেন পাপনের একক সিদ্ধান্তে চুপসে যাবে।
কিছু প্রশ্ন ছুড়ে দেই-
-সাকিব কি ৬ মাস ঘাস কাটবে নাকি ব্যবসা করবে, বউয়ের কসমেটিকসের ব্যবসা?
-তাকে ৬ মাস শুধু ঘরোয়া লীগে খেলানো যেত না বাকি সব বন্ধ করে?
-ফেব্রুয়ারির বিশ্বকাপের আগে সাকিব কি ফিট হিসেবে দলে কার্যকরী হতে পারবে?
-দলে সাকিবের উত্তরসূরি অথবা ভাল রিপ্লেস্মেন্ত আছে?
-বুঝলাম সাকিবের দোষ বেশি,বিসিবির দোষ কম; সাকিবের কাছ থেকে রাজনৈতিকভাবে অধিনায়কত্বও কেড়ে নেয়া হয়েছিল কিন্তু সেই সাকিব কি বাংলাদেশের ক্রিকেটকে কিছুই দেয় নি? আমারতো আশরাফুলের ৯৪(৫২) ইনিংসটা এখনো ভাসে আর সাকিবের কিছু মাঠ কাঁপানো ছক্কা।
-আমাদের রাজিন সালেহ, সৈয়দ রাসেল, নাফিস ইকবাল, ডলার মাহমুদ, নাইম ইসলাম,শাহরিয়ার নাফিস এসব প্লেয়ার কই?
-কেন আমাদের তামিম ইকবালের ধারাবাহিক ফ্লপ পারফরম্যান্স দেখতে হবে?
-কেন শুভ, মিথুন, মমিনুল ভাল পারফরম্যান্স করা সত্ত্বেও বাদ পড়ে?
-কেন বিপিএল ফিক্সিং কেলেঙ্কারিতে পড়ে আর অনুষ্ঠিত হচ্ছেনা?
-বিসিবি আর বাংলাদেশের ক্রিকেট সাকিবকে ভালবাসা,অনুপ্রেরনা,সমর্থন দিয়েছে সাকিবের খেলার জন্য আর সাকিবকে তৈরি করেছে বিসিবি, বিকেএসপি ও ক্লাব। তাহলে অল্প কয়দিনে স্টার হওয়া সাকিব কেন নিজের দেশের কথা আগে ভাববেন না? বিদেশী ডলার পকেটে পুরেছেন বলে?
এক কথায় খেলাধুলায় কোন রাজনীতি দেখতে চাইনা আর বিসিবিতে দেখতে চাই ক্রিকেট অভিজ্ঞ লোকদের। রাজনীতির ফোর টু টুয়েন্টিরা খেলার কোন কলা বুঝে?
রেফারেন্সঃ
1) http://www.banglamail24.com/news/2014/07/07/id/43491/
2)https://www.facebook.com/farhan.crp/posts/703667839668628?notif_t=like
3)https://www.facebook.com/photo.php?v=659226294169852&set=vb.141195262639627&type=2&theater
4)http://www.banglamail24.com/news/2014/07/07/id/43684/
5)http://www.banglamail24.com/news/2014/07/06/id/43357/
6) http://bit.ly/1xGGpF1
7) http://bit.ly/1snxFR3
8) http://www.banglanews24.com/beta/fullnews/bn/305367.html
9) http://www.banglanews24.com/beta/fullnews/bn/305456.html
10)https://www.facebook.com/Wahiduzzaman21/posts/10204430339464564
11)https://www.facebook.com/arifRhossain.TheVoices/posts/10152589313765844
(The article has been written with assistance of above references of different news sites, online news portal, bloggers & facebook celebrities & my opinions)
বিষয়: বিবিধ
১৩৭৪ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আকরাম খান এখন কোথায় ?
সাকিব যেখানে খেলতে যাচ্ছিল সেখানে কয়েকদিন পরই বাংলাদেশ দল আসতো সিরিজ খেলতে । এটা যদি কাউন্টি বা বিগব্যাশ বা অন্য কোন জায়গায় হত তাহলেও না হয় একটা কথা ছিল। তাই সেখানে সাকিবের একটা কনডিশনিং ম্যাচ প্র্যাকটিস হয়ে যেত যা আখেরে বাংলাদেশ দলেরই লাভ হত, কারণ সাকিবের ভাল খেলা না খেলার উপর বাংলাদেশের পারফরমেন্স নির্ভর করে ।
সাকিবের উচিত বাংলাদেশ দল থেকে পদত্যাগ করা ।
Cricket Australia (CA)
এর অফিসিয়াল পেজে সাকিবের সাসপেনশনের নিউজ
এর পোষ্টে কয়েকজন অস্ট্রেলিয়ানের কমেন্টস ::
-Singularly Logical
He should migrate here and play for
Australia.
They will grab him with both hands.
-Lubabalo Lue Skhosana
Just because he didn't inform them that he
wasn't playing in a certain league??how
stupid!!! Shakib is the only real player they
have!!! Is BcB trying to ruin this bloke's
career??? Pathetic BcB pathetic!!!
-Nathan Janda
If this means he can play for the Strikers all
season you beauty! Sign him up and bring
him over, loved watching him play last
year!!!
-James Toffoli-Wakefield
Shakib should just do what most sub-
continentalplayers with issues with the
board do, seek residency in the UK, play
some county cricket or become a full-time
T20 mercenary and wait for the Bangladeshi
board to beg for his return, should only take
a couple of months considering the lack of
talent there
-Daryl Macfarlane
Quit Bangladesh and become a free lance
player, he's one of the best and it'll cost him
too much money
মন্তব্য করতে লগইন করুন