মনপাখি

লিখেছেন লিখেছেন প্রফেসর ফারহান ০৪ জুলাই, ২০১৪, ০৪:৩৮:১৫ বিকাল

মনপাখি মনপাখি

বল কেমনে তোমায় ডাকি?

তুমি উড়ে উড়ে ঘুরে বেড়াও

নিয়ন্ত্রনহীন বাতাসে, জলরাশির সাগরে সাঁতরে জীবন ঘুড়ি উড়াও;

তোমাকে চেপে ধরা লাগে প্রয়োজনের সময়ে।

তোমাকে খাঁচায় রাখব নাকি প্রজাপতির স্বাধীনতা দিব ভাবছি আমি

তোমায় প্রজাপতির স্বাধীনতা দিলে তুমি উড়ে উড়ে ঈগল হয়ে যাও,

আবার খাঁচায় বন্দি রাখলে কাকের মত কাউ কাউ করে কাউওা হইয়া যাও

তোমাকে নিয়ে আমি কি যে করি বলতো?

এখন থেকে আমার কথা শুনতে হবে

যা বলব তাই করবে।

অর্ধেক তোমার স্বাধীনতা আর অর্ধেক আমার অধীনতা

অর্ধেকে অর্ধেকে তুমি আমি পুরোপুরি,

গড়ব মোদের কষ্টে তিলোত্তমা বাড়ি।

বিষয়: সাহিত্য

১১২৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

241666
০৪ জুলাই ২০১৪ বিকাল ০৫:৫১
নূর আল আমিন লিখেছেন : ||
ভাল্লাক্সে চালিয়ে যা

০৪ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:০৫
187610
প্রফেসর ফারহান লিখেছেন : ধন্যবাদ আল আমিন ভাই
241837
০৫ জুলাই ২০১৪ সকাল ০৯:৩১
আহ জীবন লিখেছেন : জটিল বিষয়। তবে মন পাখির কু ইচ্ছা গুলো দমন করে না রাখতে পারলে আপনি তার অধীন হয়ে যাবেন।
২২ জুলাই ২০১৪ রাত ০১:২৬
191751
প্রফেসর ফারহান লিখেছেন : না সেটা হবেনা আশা করি

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File