সুন্দরী মেয়েদের চাহিদা

লিখেছেন লিখেছেন প্রফেসর ফারহান ২৮ জুন, ২০১৪, ০১:১৫:০৯ দুপুর

১) একটু আঁটসাঁট জামা, পায়জামা পরে বের হবে আর আবাল বৃদ্ধ বণিতা হা করে তাকিয়ে থাকবে আর সেই চিচিং ফাঁক হা এর ভিতর মশা মাছি ঢুকবে।

২)বাসে মহিলা আসনে কোন সিট নাই, এমনকি দাঁড়ানো অবস্থায়ও যখন পাবলিক ঠাসা ঠাসা ঠিক তখনি বাসের হেল্পার সুন্দরী সেই মেয়েটিকে উঠাবেন।

৩)যুবকের সাথে রিকশাওয়ালার ভাড়া নিয়ে বাকবিতণ্ডা। এক সুন্দরী মহিলা বা যুবতি নারী পেলে রিকশাওয়ালা তাকে খ্যাপে নিবেন না কেন? যেখানে ন্যাজ্য ভাড়া ৩০ টাকা, সেখানে ২৫ টাকায়ও নিবেন।

৪)একটু মেকাপ করতে পারলেই যেন ওনার কাছে বড় ভাই,ফ্রেন্ডরা, ছোট ভাইরা একটু কাছে ঘেঁষবেন আর তেল মারবেন ‘’আপনাকে/তোমাকে/তোকে তো অনেক সুন্দর লাগছে’’।

৫)বাদাম বিক্রেতা,ঝালমুড়ি,আচারওয়ালা, চটপটি ফুচকা মামাদের কাছে তারা কেন জানি একটু বেশি দাম পায়।

৬)রাস্তাঘাটের বিলবোর্ডে দেখা যায় শাড়ির আঁচল ছড়ানো, হাতা কাটা জামা, টি-শার্ট জিন্স, কোক চুমুক,লিপস্টিকের ঠোঁট, দীর্ঘ সিল্কি কেশ এরকম অবস্থায়।

৭)বিজ্ঞাপনের মডেল,নাটকের অভিনেত্রী, সিনেমার নায়িকা বনে যান তাড়াতাড়ি যার কারণে ক্যারিয়ারের শুরুতেই আত্মহত্যা, ডিভোর্স, যৌনতার কোপানলে পড়তে হয়।

৮) সুন্দরী শিক্ষিকা যদি সদ্য বিশ্ববিদ্যালয় থেকে পাশকৃত হয়ে থাকেন আর জীববিজ্ঞান বা বাংলা বিষয়ের শিক্ষিকা হন তাহলে ‘ম্যা হুনা’ ছবির মত অনেকের কাছেই ক্রাশিং পারসন হবেন।

৯)স্টেডিয়ামে খেলার সময় ক্যামেরাম্যান এর ক্যামেরা চোখ পড়বে তাদের মুখে।

১০)বাজারে সেটা কাঁচাবাজার অথবা পাকাবাজার হোক বিক্রেতা তার পণ্যের বিজ্ঞাপন নয়, আগে সুন্দরী আপাকে তার দিকে আকৃষ্ট করবেন।

১১)ডাক্তার, উকিলের চেয়ে ডাক্তারনী, মহিলা উকিলের গলাবাজি আর চাহিদা মনে হয় একটু বেশি।

১২)রিসিপ্সানিসট বা অভ্যর্থনাকারী সুন্দরী হলে তো অফিসের বস আর বিদেশী অতিথির হাসিটা হবে অর্ধ চাঁদে।

১৩)খেলাধুলায় আবেদনময়িতা তৈরির জন্য চিয়ার লেডি সেটাও নাকি প্রতিযোগিতার মাধ্যমে, খেলোয়াড় আর দর্শকদের মনোরঞ্জনের জন্য সুন্দরী।

১৪)টিভি চ্যানেল, খবর, উপস্থাপিকা, আর জে এসব জায়গায় যদি শার্ট প্যান্ট, কোর্ট, টি শার্ট পরে সুন্দর মেকাপ দিয়ে সুকণ্ঠে নিজেকে দেখানো যায় তাদের বলে সুন্দরী।

১৫)যত প্রতিভাই দেখান না কেন সুন্দরী না হলে গান,নাচ,কৌতুক এসব প্রতিযোগিতায় আপনি ভোট পাবেন না এবং ১ম, ২য়, ৩য় হতে পারবেন না। গোমড়া মুখে বাড়ি ফিরতে হবে।

এরকম আরও অনেক বিষয়ে সুন্দরী মেয়েদের চাহিদা আপনি নির্ণয় করতে পারবেন। কথাগুলো কারো কাছে করাতের ব্লেড বা রাবারের মত নরম বা পাথরের মত শক্ত হতে পারে। কিন্তু সবার কাছেই বাস্তবিক। আপনারও বোন আছে, ভবিষ্যতে মা,খালা,নানী,চাচী,মামী,শাশুড়ি, হবেন। সৃষ্টিকর্তা আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন দৈহিক ও মানব সৌন্দর্য দিয়েছেন, আবার আপনাকে দুনিয়া থেকে উঠিয়েও নিবেন। মাঝের সময়টুকুর মূল্য কিন্তু আপনি দুনিয়াতেই ভোগ করবেন না; পরকালেও করবেন সেটা ভাল-মন্দ যেটাই হোক না কেন। যুক্তি তর্ক বিতর্ক অনেক আসবে এই বিষয়ে যেটা শেষ হবেনা কখনো। শুধু নিজেকে সহজ করে কিছু প্রশ্ন করেন।

-আপনি কোন জগতে আছেন?

-কোন ধর্ম,কোন সমাজ, কোন জাতি, কোন বর্ণ নির্বিশেষে আছেন?

-ডিজিটাল বা অত্যাধুনিকতা ও পাশ্চাত্য অনুসরণ কি আপনার ভোগ বিলাসিতা নাকি নিজের স্বাধীনতা?

বর্তমানে অধিকাংশের চোখ যখন এসবে চড়ক গাছ তখন আমার চোখ মাছের চোখের চেয়ে ছোট হয়ে যায়, চক্ষুলজ্জার জন্য অনেকেই ঘর থেকে বের হতে পারেন না। নারীদের এসবের জন্য আজকের পুরুষ সমাজও কম দায়ী নয়, বরং রাঘব বোয়াল। আসসালামু আলাইকুম।

বিষয়: বিবিধ

১৮২০ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

239624
২৮ জুন ২০১৪ দুপুর ০২:৩৯
দুষ্টু পোলা লিখেছেন : ভাই্যাম আমিও একটা সুন্দরী চাই Love Struck Love Struck Love Struck
২৮ জুন ২০১৪ দুপুর ০৩:৩৮
185939
প্রফেসর ফারহান লিখেছেন : কিরকম সুন্দর সেটা আপনার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করছে Happy
239628
২৮ জুন ২০১৪ দুপুর ০২:৫৯
রঙের মানুষ লিখেছেন : ঠিক আছে Thumbs Up
২৮ জুন ২০১৪ দুপুর ০৩:৩৮
185940
প্রফেসর ফারহান লিখেছেন : ধন্যবাদ রঙের মানুষ
239664
২৮ জুন ২০১৪ বিকাল ০৫:০৭
ছিঁচকে চোর লিখেছেন : একদম বাস্তব কথা ফুটে তুলেছেন যেমনি ফুটে তোলে এইসব তরুণীরা নিজেদের। Love Struck Love Struck
২৯ জুন ২০১৪ রাত ০১:৩৫
186093
প্রফেসর ফারহান লিখেছেন : আসলেই তো ফুটন্ত বিষয়ের সাথে ফুটন্ত ব্যপার তো মিলবেই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File