ভালবাসি তোমাকে
লিখেছেন লিখেছেন প্রফেসর ফারহান ০৮ জুন, ২০১৪, ১০:৩৯:০৪ রাত
যদি কখনো গোলাপ সহিত তোমায় বলি,
'আমি তোমাকে ভালবাসি';
মুখ ঘুরিয়ে বোলো না,
'আমি এখন আসি'।
যদি কখনো হাতটি পেতে থাকি,
দিও না আমায় ফাঁকি;
যদি কখনো কষ্ট দিয়ে থাকি,
খুব করে বকে দিও রেখো না কোন বাকি।
যদি কখনো হাসাতে পারি,
হাসতে হাসতে ঢুলিও আমার কাঁধে;
আর হাতে দিও তোমার হাত,
যেমনি পাখিরা একসাথে বাসা বাঁধে।
যদি কখনো কাজের ফাঁকে ভুলে যাই,
ভুল বুঝনা আমায়, ভেবো শুধু তোমার সাথেই থেকে যাই;
তখন মনে কর সেদিনের সেই মধুর স্মৃতি,
যেদিন পার্কে দেখেছিলাম প্রজাপতি বসা কৃষ্ণচূড়া বৃতি।
যদি কখনো বুঝো দূরে আছি,
বুঝে নিও কষ্টে আছি;
তারপরেও বোলো না 'ভালবাসার অভিনয় করেছি,
নিরবে কেঁদে কেঁদে শুধুই তোমাকে ভালবেসেছি।
তোমাকে হাসিয়ে, মজিয়ে
অনেক সীমা ছাড়িয়ে,
ভালবেসেই যাবো কল্পলোক পেরিয়ে,
বুঝতেই পারবেনা কতটা ভালবাসি।
ভালবাসি তোমায়, শুধুই ভালবাসি হৃদয় থেকে।
বিষয়: বিবিধ
১৩৫৭ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন