বন্ধু তুই......
লিখেছেন লিখেছেন প্রফেসর ফারহান ১১ মে, ২০১৪, ১০:২১:০৪ রাত
বন্ধু তুই মেঘ হয়ে আমার মাথার ওপর বৃষ্টি ঝরিয়ে দে,
বন্ধু তুই এক ফোঁটা জল রঙ্গে আমার স্বপ্ন একে দে,
বন্ধু তুই আমার ঘর্মসিক্ত রোদেলা দিনে একটু ছায়া দে,
বন্ধু তুই মোর বিপদের দিনে তোর একটা হাত বাড়িয়ে দে,
বন্ধু তুই আমার ভাল লাগা জিনিসগুলাতে সায় দে,
বন্ধু তুই আমার খারাপ লাগায় তিরস্কার দে,
বন্ধু তুই আমারে স্মৃতির এ্যালবামে বন্দী থাকতে দে,
বন্ধু তুই আমার চোখে তোর এক পলক জোছনা খুজতে দে,
বন্ধু তুই তোর শক্তি দিয়ে আমার পথের কাঁটা একটু হলেও মাড়িয়ে দে,
বন্ধু তুই আমাকে একটু হলেও তোর অভিমান, ক্ষোভ, ভালবাসা দেখতে দে।
তারপরও তুই বন্ধু থাক, থাকবি আজীবন যদি তুই নাও থাকিস,
ছেড়ে যদি চলে যাসও আমায় ইচ্ছেমত বকিস।
বিষয়: বিবিধ
২০৪৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তারপরও তুই বন্ধু থাক, থাকবি আজীবন যদি তুই নাও থাকিস,
ছেড়ে যদি চলে যাসও আমায় ইচ্ছেমত বকিস।
সত্যিকার বন্ধুর নমুনা এটাই। অনেক ভালো লাগলো।
মন্তব্য করতে লগইন করুন