বান্ধবীর খাটের যবনিকাপাত

লিখেছেন লিখেছেন প্রফেসর ফারহান ১১ এপ্রিল, ২০১৪, ১০:৫২:৫৫ রাত

কতটা ইতর আর বাঁদর না হইলে বান্ধবীর খাটের উপর লাফ দিয়ে খাট ভাঙ্গার সাহস করে? বান্ধবী কয়েকদিন পরে যাবে শ্বশুরবাড়ি, ঘর বাড়ি কেবল গোছানো শুরু আর ওমনি উড়ে এসে জুড়ে বসে ২ পা ভাজ করে উপরের দিকে ইয়াহু থপাস!!! থপাস!!! উহ! কিসের শব্দ হলরে? এখনও বুঝতে পারেন নি? সেই কিন্ডারগার্টেন জীবন মানে যেখানে রাবার চুরি, চিপস টেনে নেওয়া,খামচাখামচি করা থেকে শুরু আর এখন বিশ্ববিদ্যালয় জীবনের অনার্সের অন্তিম পর্যায়ে এসেও থামেনি এদের চাঞ্চল্যতা আর বাঁদরামি যার ফসল খাট ভাঙ্গা।বুঝেন এবার কিরকম রসালো, ঝাঁঝালো সম্পর্ক না থাকলে এদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করে এই খাট। কোয়েলের কম্পিউটার এর সমস্যা দেখার জন্য ডাক দিয়েছিল তার বাল্য বন্ধু সিয়ামকে। সিয়াম প্রথমেই নেড়েচেড়ে যখন বুঝল যে এটা তার দ্বারা সম্ভব না, ঠিক তখন ইঞ্জিনিয়ার ভাব ভঙ্গি নিয়ে আরও ১০-১৫ মিনিট দেখে খুব ভাব নিয়ে বলল যে, ''হবেনা, দোকানে নিতে হবে, মাদারবোর্ডের চিপ চেঞ্জ করতে হবে' আর এই কথা শুনে কোয়েলের মাথায় মনে হয় যেন কাকপক্ষী হাগু করে দিল আর কোয়েল তখন, ''কি বলিস এগুলা? আমার কি তাহলে এসাইনমেনট করা হবেনা?'' তবে তার পিসিটা নষ্ট হওয়াতে সিয়াম যেন মনে মনে একটু খুশি ঠিক যেমন আমরা কোন বন্ধু বিপদে অথবা অসহায় অবস্থায় পড়লে তাকে নিয়ে একটু মজা করি, কটাক্ষ করি।কোয়েলের বিছানা আবার পরিপাটি ও নরমসরম, সুযোগ বুঝে সিয়াম কেন জানি খাটের উপর সটান দাঁড়িয়ে গেল খুশিতে ঠিক যেমন কোন অটিস্টিক বাচ্চা আনন্দে আত্মহারা হয়ে যায়।কোয়েলের চক্ষু তো চড়ক গাছ ''তুই আমার বিছানার উপর দাঁড়িয়েছিস কেন শয়তান? নাম বলছি নাম'' আর সিয়ামের কণ্ঠে ''দাড়া নাহ, ২ জন একসাথে লাফ দেই'' এই বলে ২ হাঁটু ভাজ করে ঘরের আকাশমুখী লাফ স্থির ফ্যানের সাথে টাং করে বাউন্স খেয়ে নিম্নমুখী সেগুন কাঠের চৌকোণা বাক্সের মধ্যখানে অনুপ্রবেশ। বাকিটা কি হতে পারে বুঝতেই পারছেন। ''ওহ হরে, দোস্ত বেশি ব্যাথা পাই নাই, মাথায় অনেক চুল তো'' গেল, গেল কোয়েলের সৌখিন খাটটা এবার গেলই।ওদিকে ব্যাথার অনুভূতি তো নাইই, বরং খাট ভাঙ্গার পর যেন সিয়াম পরম এক আত্মতুষ্টিতে আছে।স্বামী স্ত্রীর ঝগড়া বা পাড়ায় সালিশ বসলে এত লোক হয় কিনা জানিনা যত লোক চতুরমুখি থেকে আসছিল আর বলছিল, ''এখানে কি কোন আওয়াজ হয়েছিল, আমার হাত থেকে কাপটা পরে ভেঙ্গে গেছে।'' তাহলে বুঝুন খাট ভাঙ্গার শব্দ কাপ ভাঙ্গার শব্দর চেয়েও কম না!!! ঘটনার আদ্যোপান্ত শুনে কোয়েলের মা বললেন, ''থাকরে, তোদের সেই ১৭-১৮ বছর থেকে বন্ধুত্ব, একটা খাটই তো ভেঙ্গেছে ছেলেটা, তোর মন তো ভাঙ্গেনি'' আর ওমনি বেটা ফাজিল বলে কিনা ''আনটি তাহলে আরও ৩ লাফ দেই উধঃমুখি হয়ে?'' ''চুপ বদ, আমার আরামের জায়গাটা নষ্ট করছিস'' কোয়েলের আবেগঘন গলায়। কোয়েল বাইরে বেরিয়ে গেল, ২ ঘণ্টা পর এসে দেখে সিয়াম কোয়েলের মায়ের সাথে খোশগল্পে মেতে আছে। কোয়েলের বরফতুল্য মাথাটা বোম্বে মরিচ হয়ে গেল, তারপরও ১৭ বছরের বন্ধুত্ব ভেবে ছেড়ে দেওয়া। ছোটবেলায় আমারও খাট ভাঙ্গা ছিল, ঘুমের মধ্যে এক পাশ কাত হলে আরেকপাশ উঠে থাকত আর অবচেতন অবস্থায় ঠাস ঠাস।

বিষয়: বিবিধ

১৫৭০ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

206245
১২ এপ্রিল ২০১৪ রাত ১২:৩২
ভিশু লিখেছেন : হা হা হা... ভালো লাগ্লো...Happy Good Luck
১২ এপ্রিল ২০১৪ সকাল ১১:৪৪
155079
প্রফেসর ফারহান লিখেছেন : =Happyধন্যবাদ আপনাকে
206256
১২ এপ্রিল ২০১৪ রাত ০১:০৬
দ্য স্লেভ লিখেছেন : ইউরোপ আমেরিকার মত এমন ফ্রি বন্ধুত্ব ঢাকাতে আছে যথেষ্ট। যখন খুশী তখন বেডরুমে ঢুকতে পারে,তাদের পরিবারও কিছু মনে করেনা। মডার্ণ। অনেক অনেক ক্ষেত্রে তারা ানেকদূর এগিয়েছে
১২ এপ্রিল ২০১৪ সকাল ১১:৪৫
155082
প্রফেসর ফারহান লিখেছেন : আসলে মন পবিত্র তো সব ঠিক
206261
১২ এপ্রিল ২০১৪ রাত ০১:৩০
পবিত্র লিখেছেন : Day Dreaming Day Dreaming Day Dreaming Big Grin Big Grin
১২ এপ্রিল ২০১৪ সকাল ১১:৪৫
155083
প্রফেসর ফারহান লিখেছেন : *-Happy
211589
২২ এপ্রিল ২০১৪ সকাল ০৭:৫০
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : বাস্তব নাকি গল্প? মজালাগলো At Wits' End At Wits' End Time Out Time Out দাড়ান, সিয়ামের জন্য এক্টা বড় সাইজের হাতুড়ি পাইকিনা দেখি Whew! Whew! D'oh D'oh
২৪ এপ্রিল ২০১৪ সকাল ০৯:১০
160807
প্রফেসর ফারহান লিখেছেন : Happyবাস্তব ঘটনা, হাতুড়ি নাহ, শাবল দেইখেন
238386
২৪ জুন ২০১৪ বিকাল ০৫:০০
হতভাগা লিখেছেন : ভালই তো , বিয়ের পর স্বামীর সামনে দোস্ত দোস্তাইন মিলে এবার স্বামীর খাট ভাঙ্গবে লাফালাফি করে ।

এক সাথে শুয়ে গল্পও করবে স্বামীর সামনে , রাতে এক সাথে শোবে ৩ জনে - হাজার হোক ল্যাংটা কাল থেকেই তারা বন্ধু ।

আর এ ব্যাপারে এতটুকু উদারতা না দেখাতে পারলে কিসের স্বামী ?

আসলে মন পবিত্র তো সব ঠিক
২৬ জুন ২০১৪ রাত ০২:৪০
185455
প্রফেসর ফারহান লিখেছেন : নেতিবাচক দিকে না নিলে নয় কি?
২৬ জুন ২০১৪ সকাল ০৮:৪৩
185487
হতভাগা লিখেছেন : সব কিছুই ইতিবাচক মনোভাব নিয়ে দেখা উচিত , কি বলেন ?

নগ্নতাকে শিল্প মনে করা উচিত।

Rape is not a crime , it's a surprise sex.

দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন , জীবন বদলে যাবে ।

এই মন্ত্রেই আমাদের উদ্ভাসিত হওয়া উচিত।

239107
২৬ জুন ২০১৪ দুপুর ০৩:০৬
প্রফেসর ফারহান লিখেছেন : নগ্নতাকে শিল্প মনে করা হল কোথায়?আর এখানে রেইপ, সেক্স আসল কোথা থেকে? স্লোগানের সাথে আপনার কথাগুলা মিল আছে কিনা দেখেন তো। আর কোয়ান্টাম মেথড এর স্লোগান দিচ্ছেন, জানেন তো কোয়ান্টাম মেথড এর কি অবস্থা এখন? আর অনুগ্রহ করে বিরূপ কমেন্ট এখানে না করলে খুশি হব

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File