ভালোবাসা

লিখেছেন লিখেছেন প্রফেসর ফারহান ০৬ এপ্রিল, ২০১৪, ০৭:৩৮:০৫ সন্ধ্যা

ভালোবাসার মধুখেলা

ফারহান

ভালবাসা নাকি মন-মস্তিস্কের মধুখেলা,

আবার নাকি শকুন্তলা?

কেও বলে ভূমধ্যসাগর,

কেও বলে দুখের নগর।

কেও বলে অমৃত রসায়ন,

কেও বলে খাইলে মরবেন না খাইলে পস্তাবেন।

ভালবাসায় নাকি কারণ নেই,নেই কোন বারণ,

আছে এডভেঞ্চার, আছে রক্তক্ষরণ।

ভালবাসা নাকি শুধু অভিনয়,

কখনো পরিপূর্ণ প্রণয়।

ভালবাসা নাকি মনাধারের উপাদান,

নাকি কোন যুগলের দীর্ঘ উপাখ্যান।

ভালবাসা কি ২ মনের মধুর মিলন,

ভালবাসা নাকি মধুবচনের স্ফুরণ।

ভালবাসা নাকি চোখে চোখ পড়া,

ভালবাসা নাকি দুই হাতে গড়া?

ভালবাসা নাকি পবিত্র?

ভালবাসা পাওয়া যায়না যত্রতত্র।

ভালবাসা নাকি গুণ,

কিন্তু আমিতো এ গুণে বেগুণ ।

বিষয়: সাহিত্য

৯৪৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

203461
০৬ এপ্রিল ২০১৪ রাত ০৮:০৩
নীল জোছনা লিখেছেন : অনেক সুন্দর হয়েছে ... চালিয়ে যান। আরো বেশী বেশী লিখুন
206454
১২ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৩৫
প্রফেসর ফারহান লিখেছেন : আমাকে অনুপ্রেরণা দেবার জন্য আন্তরিক ধন্যবাদ Happy নীল জোছনা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File