অভিনয়

লিখেছেন লিখেছেন আল ইমরান ০৯ সেপ্টেম্বর, ২০১৬, ০৭:২৭:০৮ সন্ধ্যা

পৃথিবীতে অভিনয়ের অনেক দাম! যার অভিনয় যত নিপুণ তার তত বেশি দাম। হোক তা নাটক-সিনেমার পর্দায় বা ব্যক্তিগত জায়গা থেকে। সবারই অভিনয় করতে হয়। তবে সবচে' কষ্টের অভিনয় কি জানেন? শত দুঃখ-কষ্টের মধ্যে থেকেও আপনজনকে খুশি করতে বলা 'ভালো আছি'!

নৈপুণ্যতার কারণে মুখ অবয়বে ভেসে ওঠেনা। তার দেয়া কষ্টগুলো হৃদয়ে রক্তক্ষরণ করেই যায়। কিন্তু একজন মানুষের বুঝতে কখনো কষ্ট হয় না, তিনি হলেন মা! সন্তানের মুখ মায়ের কাছে আয়না! তিনি বুঝতে পারেন তাঁর নাড়িছেঁড়া রত্নের মনে কি মরুঝড় বয়ে যাচ্ছে। খুব সহজে জিজ্ঞাসা করে ফেলেন 'বাবা! তোর কি হইছে?'

অনেক কষ্ট আছে যা লুকানোর চেষ্টা করেও লুকানো যায় না। মা বুঝে নেন, বাবা আমাকে বুঝাতে চাচ্ছে না। অনেককিছুই তিনি এভাবে বুঝে নেন। এটা তাঁর দ্বারাই সম্ভব! আল্লাহর এক অপরূপ সৃষ্টি।

বি.দ্র. অগোছালো অনুভূতি!

বিষয়: বিবিধ

১০৭৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

377391
১০ সেপ্টেম্বর ২০১৬ সকাল ১১:৩৬
হতভাগা লিখেছেন : কয়েকটা দিন ধৈর্য্য নিয়ে সহ্য করে যান দেখবেন আপনি ফুরফুরে মেজাজে চলে এসেছেন । আপনজনদের সময় দেবেন এবং পারলে তাদের কাজে সহায়তা করবেন এই টার্মওয়েলে।
377400
১০ সেপ্টেম্বর ২০১৬ সন্ধ্যা ০৭:৫০
আল ইমরান লিখেছেন : আপনি সুন্দর বলছেন!
ভাগ্যবান

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File