লাইলি মজনু গাছ

লিখেছেন লিখেছেন আল ইমরান ৩০ জুলাই, ২০১৬, ১১:৪৩:০৯ রাত

দৃষ্টি নন্দন গাছটির নাম লাইলি মজনু। চোখে পড়লো নুহাশ পল্লীতে। গাছ-গাছালি শোভিত নুহাশের এক কোণে দৃষ্টি পড়লো তার নাম ফলকে। ইংরেজি নাম Excoecaria bicolor. কাছে এসে খুব ফরখ করে দেখলাম। ফ্রেমেও বন্দি করলাম।

সত্যিই অসাধারণ। পাতার সৌন্দর্যের কাছে ফুলের সৌন্দর্য হার মানে। এর ফুল খুব ছোট। পাতা বাহার জাতিয় গাছ। পাতার উপরে পিঠ গাঢ় সবুজ নিচের পিঠ লাল। লাইলি মজনুর মতই সবুজের সাথে লালের নিখুঁত মিল। ওতপ্রোতভাবে জড়িয়ে আছে যুগের পর যুগ। তাই এ কারণে হয়ত এমন নাম।

উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী এর নাম Blindness tree বা অন্ধত্ব গাছ। কষ পড়ে অন্ধ হয়ে যেতে পারেন। অনেকে একে আলংকারিক গাছ হিসেবে ব্যবহার করে ঘরকে করে তুলেন পত্রশোভায় শোভিত।

বিস্ময় কর এক উদ্ভিত। দেখতে নয়ন কাড়া আবার তার ভিতর আছে দৃষ্টি নিধন করা এক বিষ। যেন সে এটাই জানান দিচ্ছে দূর থেকে ভালোবাসো, কাছে এসো না। স্পর্শ কর না।

বিষয়: বিবিধ

১৪৪০ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

375587
৩১ জুলাই ২০১৬ রাত ১২:০৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ছবিটা দিলে ভাল হতো ভাই!!!
375590
৩১ জুলাই ২০১৬ রাত ০১:০৩
আফরা লিখেছেন : গাছের ছবির কথা বল্লেন ছবি কই !!
375592
৩১ জুলাই ২০১৬ রাত ০১:২১
কুয়েত থেকে লিখেছেন : তার ভিতর আছে দৃষ্টি নিধন করা এক বিষ। যেন সে এটাই জানান দিচ্ছে দূর থেকে ভালোবাসো কাছে এসো না। ভালো লাগলো অনেক ধন্যবাদ
375630
৩১ জুলাই ২০১৬ দুপুর ০২:১৫
376411
১৭ আগস্ট ২০১৬ দুপুর ০৩:১৩
আল ইমরান লিখেছেন : চেষ্টা করেছি ছবি দিতে সফল হইনি!
376412
১৭ আগস্ট ২০১৬ দুপুর ০৩:১৪
আল ইমরান লিখেছেন : সবাইক অনেকগুলো ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File