-:শখের ইলিশ:-
লিখেছেন লিখেছেন আল ইমরান ১৫ এপ্রিল, ২০১৪, ১১:৩৭:৪৩ সকাল
আমার প্রথম লেখা জানিনা কেমন হবে.যেরকম ই হোক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।আসলে আমাদের দেশের সাংস্কৃতি দেখে মাঝে মাঝে আমার বড্ড হাসি পায়,কেমন যেন মনে হয়।যে দেশের মানুষ নিজের শরীরের সবগুলো ঁগ প্রত্যংগের নাম বাংলাভাষায় জানেনা,যে দেশের কোনো প্রতিষ্ঠানে ভাষার যথাযথ মূল্যায়ন করা হয়না।ঠিক সে দেশের মানুষ পয়লা বৈশাখে নিজের দেশের ইলিশ কেন দাদার দাম দিয়ে কিন্তে হয়? পান্তা আর খাওয়াই কী বাংগালী?হায়রে বাংগলী!
বিষয়: বিবিধ
১২০৩ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
০ ব্লগে আপনার প্রথম লেখার জন্য মোবারকবাদ ।
''ঠিক সে দেশের মানুষ পয়লা বৈশাখে নিজের দেশের ইলিশ কেন দাদার দাম দিয়ে কিন্তে হয়? পান্তা আর খাওয়াই কী বাংগালী?হায়রে বাংগলী! ''
দামী জিনিসই তো বাঙ্গালী( বাংলাদেশী) দের অহংকার ! শুনেন নি
'' বাঙ্গালী ঋণ করে হলেও ঘি খায় ''
তাই সব কিছু জমিয়ে বাংলাদেশীরা এই বিশেষ দিনটার অপেক্ষায় থাকে যে, এই দিন পান্তা ইলিশ খেয়ে নিজের বাঙ্গালীত্ব বজায় রাখবে ।
এটাও তো নিশ্চয়ই জানেন যে , ''বাঙ্গালী বীরের জাতি ।''
তাই যদি বীরের স্ট্যাটাস ধরে রাখতে চান তাহলে আপনাকে বাঙ্গালী হতে হবে , আর বাঙ্গালী প্রমান করতে হলে আপনাকে ১লা বৈশাখে যে করেই হোক পান্তা ইলিশ ম্যানেজ করতেই হবে ।
মন্তব্য করতে লগইন করুন