# শৈশবের গান

লিখেছেন লিখেছেন শিশুর জন্য ২১ এপ্রিল, ২০১৪, ১২:২৩:১৩ দুপুর



সৈয়দ আহমেদ হাবিব




আমি জানিনোতে ছোট্ট এই জীবনের কি মানে

কোথা থেকে এলেম আবার যাব কোন খানে।

আমি জানিনাতো কেন আজ ভাবছি এই সব

আমার শুধু ইচ্ছে করে ফিরে পেতে শৈশব।

.

আমার ভাল লাগেনা জীবন এমন যান্ত্রিক নিয়মে

আটটা পাঁচটা অপিস করে আটকে থাকা জেমে।

আমার দমটা যেন বন্ধ হয়ে যাবার উপক্রম

টানা হেচড়ার সংসার আমার রুটি রুজগার কম।

তবুও আমার এসব নিয়ে নেই মাথা ব্যাথা

আমার শুধু ইচ্ছে করে ভাবতে শৈশবের কথা।

.

ভর দুপুরে মাঝ পুকুরে প্রথম সাঁতার কাটা

দ্বিধা দ্বন্দের দোলায় থেকে প্রথম গোঁফ ছাটা।

সেই যে প্রথম ভাল লাগার কুমিরার মিরু

বলতে বলতে হয়নি বলা কাঁপা বুক দুরু।

জানি নাতো আমার কেন এমন মনে হয়

জীবন মানে শৈশব ছাড়া অন্য কিছু নয়।

.

আম চুরির অপরাধে কানে ধরে উঠবশ করা

সরল অংক ভাল্লাগেনা তাই লিখতাম বসে ছড়া।

এসব দেখে হাল ছেড়ে বাবার মেজাজ কড়া

মা বলতেন রাগ করিসনা ভাতটা আছে বাড়া।

শৈশব আমার সাদামাটা আর তেমন কিছু নয়

তবুও আমার কাছে জীবন মানে শুধুই শৈশবময়।

বি. দ্র. শিশুদের জন্য ALL ABOUT THE CHILDREN পেইজ থেকে বাছাই করা লিখাগুলো ব্লগে প্রকাশ করার একটা প্রয়াস, শিশুদের নিয়ে লিখুন, পড়ুন এবং ভাবুন সুন্দর একটা আগামীর জন্য,ধন্যবাদ। লিঙ্ক : https://www.facebook.com/groups/154956291336239/

বিষয়: বিবিধ

১৫১৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

211147
২১ এপ্রিল ২০১৪ দুপুর ০১:২৬
নূর আল আমিন লিখেছেন : অসাধারন লিখছেন
ভাই
২১ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৫৮
159729
শিশুর জন্য লিখেছেন : ধন্যবাদ আপনাকে ALL ABOUT THE CHILDREN এর সাথেই থাকবেন।
211574
২২ এপ্রিল ২০১৪ সকাল ০৭:০২
বৃত্তের বাইরে লিখেছেন : সেই সাদামাটা শৈশবটাই অনেক প্রিয়। অনেক ভালো লাগলো Good Luck Rose Good Luck
২২ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৫৬
160154
শিশুর জন্য লিখেছেন : ধন্যবাদ বৃত্তের বাইরে আপনাকে ALL ABOUT THE CHILDREN এর সাথেই থাকবেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File