ALL ABOUT THE CHILDREN
লিখেছেন লিখেছেন শিশুর জন্য ০৮ এপ্রিল, ২০১৪, ১১:৩৪:৫৫ সকাল
==== ইচ্ছে করে =====
( শিশুদের জন্য ছড়া )
আজকে আমার মন ভাল না
চায় না তো মন পড়তে
ইচ্ছে করে দূর আকাশে
পাখির মতো উড়তে ।
ইচ্ছে করে দল বেঁধে সব
হেথায় সেথায় ঘুরতে
বাধা- নিষেধ ভুলে গিয়ে
সারাটা দিন খেলতে ।
ইচ্ছে করে মাঝ দরিয়ায়
নদীর ঢেউয়ে ভাসতে
ইচ্ছে করে মাছের মতো
জলে সাঁতার কাটতে ।
ইচ্ছে করে দূর আকাশে
চাঁদের আলো দেখতে
ইচ্ছে করে চাঁদের আলোয়
ঝিলমিলিয়ে হাসতে ।।
-------------------------------
মনজুর ইমাম / ঢাকা
বি. দ্র. শিশুদের জন্য ALL ABOUT THE CHILDREN পেইজ থেকে বাছাই করা লিখাগুলো ব্লগে প্রকাশ করার একটা প্রয়াস, শিশুদের নিয়ে লিখুন, পড়ুন এবং ভাবুন সুন্দর একটা আগামীর জন্য,ধন্যবাদ। লিঙ্ক : https://www.facebook.com/groups/154956291336239/
বিষয়: বিবিধ
১০৩৪ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন