ALL ABOUT THE CHILDREN
লিখেছেন লিখেছেন শিশুর জন্য ০৭ এপ্রিল, ২০১৪, ১১:১৭:২৮ সকাল
-----বাবার দিনগুলো -----
বাবার কথা যখন শুনি
চোখের কোণায় আসে পানি
কেমন হয়ে যাই ;
সবুজ ঘাসে, শিশির জলে
খেলত বাবা দু'পায় দলে
আমরা কোথা পাই !
পুকুর ঘাটে বাবা বসে
ধরত না' কি মাছ
কোথায় যেন হারিয়ে গেছে
দিনগুলো নেই আজ !
বাবা বলেন, বিকেলবেলা
করেছি যে কতোই খেলা
গল্প শুনে যাই ;
আমরা এখন দিনে রাতে
থাকি শুধু বইয়ের সাথে
খেলাধুলা নাই !!
------------------------------------
মনজুর ইমাম ; ঢাকা
বি. দ্র. শিশুদের জন্য ALL ABOUT THE CHILDREN পেইজ থেকে বাছাই করা লিখাগুলো ব্লগে প্রকাশ করার একটা প্রয়াস, শিশুদের নিয়ে লিখুন, পড়ুন এবং ভাবুন সুন্দর একটা আগামীর জন্য,ধন্যবাদ। লিঙ্ক : https://www.facebook.com/groups/154956291336239/
বিষয়: বিবিধ
৯৯৪ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এখানে গ্রুপপেইজ থেকে শেয়ার করা হচ্ছে প্রতিদিন একটা করে লিখা, এবং সেটা বিভিন্ন জনের, নাম প্রকাশ করা হচ্ছে লেখক কে সেটা, ধন্যবাদ আপনাকে ALL ABOUT THE CHILDREN এর সাথেই থাকবেন।
একটি ছড়া
একটি উপদেশ
একটি কথা
একটি কার্টুন
একটি গল্প
একটি স্মৃতিচারণ
কিছু একটা লিখুন শিশুদের জন্য
আপনার বন্ধুদেরও লিখতে বলুন ।
মন্তব্য করতে লগইন করুন