এখনই সচেতন হওয়া দরকার আমাদের..........

লিখেছেন লিখেছেন সুস্থ মন ১৯ এপ্রিল, ২০১৪, ০৯:৪৪:৫৮ রাত

এক ব্যক্তি জঙ্গলে হাটছিলেন। হঠাৎ দেখলেন

এক সিংহ তার পিছু নিয়েছে।

তিনি প্রাণভয়ে দৌড়াতে লাগলেন।

কিছু দূর গিয়ে একটি পানিহীন

কুয়া দেখতে পেলেন।তিনি চোখ বন্ধ করে দিলেন

ঝাঁপ।পড়তে পড়তে তিনি একটি ঝুলন্ত

দড়ি দেখে তা খপ করে ধরে ফেললেন। এবং ঐ

অবস্থায় ঝুলে রইলেন।

উপরে চেয়ে দেখলেন কুয়ার

মুখে সিংহটি তাকে খাওয়ার অপেক্ষায়

দাঁড়িয়ে আছে। নিচে চেয়ে দেখলেন বিশাল

একসাপ তার নিচে নামার অপেক্ষায় চেয়ে আছে।

বিপদের উপর আরো বিপদ

হিসেবে দেখতে পেলেন একটি সাদা আর

একটি কালো ইঁদুর তার

দড়িটি কামড়ে ছিড়ে ফেলতে চাইছে।এমন

হিমশিম অবস্থায় কি করবেন যখন

তিনি বুঝতে পারছিলেন না, তখন হঠাৎতার

সামনে কুয়ারসাথে লাগোয়া গাছে একটা মৌচাক

দেখতে পেলেন।তিনি কি মনে করে সেই

মৌচাকের মধুতে আঙ্গুল

ডুবিয়ে তা চেটে দেখলেন। সেই মধুর

মিষ্টতা এতই বেশি ছিলযে তিনি কিছু মুহূর্তের

জন্য উপরের গর্জনরত

সিংহ,নিচেরহাঁ করে থাকা সাপ, আর

দড়ি কাঁটা ইঁদুরদের কথা ভুলে গেলেন। ফলে তার

বিপদ অবিশ্যম্ভাবী হয়ে দাঁড়ালো।

এই সিংহটি হচ্ছে আমাদের মৃত্যু,যে সর্বক্ষণ

আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে।সেই

সাপটি হচ্ছে কবর। যা আমাদের অপেক্ষায়

আছে।দড়িটি হচ্ছে আমাদের জীবন,যাকে আশ্রয়

করেই বেঁচে থাকা। সাদা ইঁদুর হল দিন, আর

কালো ইঁদুর হল রাত,যারা প্রতিনিয়ত

ধীরে ধীরে আমাদে জীবনের আয়ু

কমিয়ে দিয়ে আমাদের মৃত্যুরদিকে নিয়ে যাচ্ছে।

আর সেই মৌচাক হল দুনিয়া।যার সামান্য

মিষ্টতা পরখ করে দেখতে গেলেও আমাদের এই

চতুর্মুখি ভয়ানক বিপদের

কথা ভুলে যাওয়াটা বাধ্য।

তাই আমাদের সচেতন হওয়া জরুরী।

বিষয়: বিবিধ

১২৩৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

210345
১৯ এপ্রিল ২০১৪ রাত ১১:০০
ফেরারী মন লিখেছেন : ইহাই কঠিন বাস্তবতা। কিন্তু আমরা সেটা ভুলে মধু খেতে ব্যস্ত।
210436
২০ এপ্রিল ২০১৪ রাত ০২:১৫
জুমানা লিখেছেন : সবাই কে সচেতন হতে হবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File