মুসলমানের সাহায্যে আরেক মুসলমান

লিখেছেন লিখেছেন সত্য কন্ঠ ০৯ অক্টোবর, ২০১৪, ০২:৩১:০০ দুপুর

উমর রাদিআল্লাহু তাআলা আনহুর শাসন আমল তখন । একদিন ২ জন লোক এক বালককে টেনে ধরে নিয়ে আসল তাঁর দরবারে ।

উমর (রাঃ) তাদের কাছে জানতে চাইলেন যে, "ব্যাপার কি, কেন তোমরা একে এভাবে টেনে এনেছ?"

তারা বলল, "এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে ।"

উমর রাঃ বালকটিকে বললেন, "তুমি কি সত্যিই তাদের পিতাকে হত্যা করেছ?"

বালকটি বলল, "হ্যাঁ, আমি হত্যা করেছি তবে তা ছিল দূর্ঘটনাবশত । আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল তা দেখে তাদের পিতা একটি পাথর ছুড়ে মারল, যা উটের চোখে লাগে । আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছিল । যা দেখে আমি রাগান্বিত হই এবং একটি পাথর নিয়ে তার দিকে মারি । পাথরটি তার মাথায় লাগে এবং সে মারা যায় ।"

উমর (রাঃ) দুই ভাইকে বললেন, "তোমরা কি এ বালককে ক্ষমা করবে?’"

তারা বলল, "না, আমরা তার মৃত্যূদন্ড চাই।"

উমর রাঃ বালকটির কাছে জানতে চাইলেন, "তোমার কি কোন শেষ ইচ্ছা আছে?"

বালকটি বলল, "জ্বী । আমার আব্বা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যান, যা আমি এক যায়গায় লুকিয়ে রেখেছি । আমি তিন দিন সময় চাই, যাতে আমি সেই জিনিস গুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি । আমার কথা বিশ্বাস করুন ।"

উমর (রাঃ) বললেন, "আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি তুমি এক জন জামিন জোগাড় করতে পার যে নিশ্চয়তা দেবে যে তুমি ফিরে আসবে?"

বালকটি দরবারের চারদিকে তাকাল, কিন্তু এত মানুষের মধ্যে কেউই তার জামিন হল না । সবাই নিচের দিকে তাকিয়ে রইল।

হঠাৎ দরবারের পেছন থেকে একটি হাত উঠল । কার হাত ছিল এটি?

প্রখ্যাত সাহাবী আবু যর গিফারী (রাঃ)! তিনি বললেন, "আমি তার জামিন হব!"

চিন্তা করুন - জামিন মানে হল, যদি বালকটি ফিরে না আসে তবে আবু যর গিফারী (রাঃ) এর শিরচ্ছেদ করা হবে। সুতরাং, বালকটিকে ছেড়ে দেওয়া হল ।

এক দিন গেল, দ্বিতীয় দিনেও বালকটি আসল না । তৃতীয় দিনে ২ ভাই আবু যর গিফারী (রাঃ) এর কাছে গেল ।

আবু যর (রাঃ) বললেন, "আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব ।"

মাগরিবের কিছুক্ষণ আগে আবু যর গিফারী (রাঃ) দরবারের দিকে রওনা হলেন । মদিনার লেকজন তাঁর পেছন পেছন যেতে লাগল । সবাই দেখতে চায় কি ঘটে। আবু যর (রাঃ) একটি বালকের ভুলের কারণে আজ জীবন দিচ্ছেন । হঠাত্ আজানের কিছুক্ষণ আগে সেই বালকটি দৌড়ে আসল । উপস্থিত লোকেরা সবাই অবাক হল ।

উমর (রাঃ) বললেন, "হে বালক, তুমি কেন ফিরে এসেছ? আমিতো তোমার পিছনে কোন লোক পাঠাইনি । কোন জিনিসটা তোমাকে ফিরিয়ে আনল?"

বালকটি বলল, "আমি চাই না যে, কেউ বলুক একজন মুসলিম কথা দিয়েছিল; কিন্তু সে তা রাখে নি । তাই আমি ফিরে এসেছি!"

উমর (রাঃ) আবু যর (রাঃ) কে বললেন, "হে আবু যর, আপনি কেন এই বালকের জামিন হলেন?"

হযরত আবু যর (রাঃ) বললেন, "হে আমিরুল মু'মিনীন, আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন । আমি চাই না যে, কেউ বলুক একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল; কিন্তু কোন মুসলমান তাকে সাহায্য করেনি।"

এ কথা শুনে দুই ভাই বলল, "আমরাও চাই না যে কেউ বলুক, একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি ।"

তারপর বালকটি মুক্তি পেল ।

পাঠককুল, বর্তমান সমাজে কি পাওয়া যাবে মুসলিম ভ্রাতৃত্বের এই অপরূপ দৃষ্টান্ত??

যারা ইসলামকে বিভ্রান্ত করার চেষ্টা করে, তারা যেন দেখে নেয় ইসলামের সৌন্দর্য!

.কৃতজ্ঞতাঃ "আর-রাহীকুল মাখতুম"

বিষয়: বিবিধ

১২০৪ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

272535
০৯ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৪২
নোমান২৯ লিখেছেন : আগেও পড়েছি|আবার পড়লাম|বার বার পড়তে ইচ্ছে করে এমন ঘটনাগুলো|কিন্তু ব্যথার কথা হচ্ছে সহযোগিতা করা,বিশ্বাস করা মানব গুণাবলি থেকে হারিয়ে যাচ্ছে|ধন্যবাদ ভাইয়া |
১১ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৪৮
217235
সত্য কন্ঠ লিখেছেন : ধন্যবাদ মন্তব্যের জন্য।
272537
০৯ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৫২
ইমরান বিন আনোয়ার লিখেছেন : আবেগাক্রান্ত হয়ে পড়লাম। চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে চাইল। তবে পড়তে দিইনি। পুরুষদের সবসময় কাঁদতে নেই। আজ কোথায় সে মুসলমানদের দৃষ্টান্ত?
০৯ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৫৬
216653
নোমান২৯ লিখেছেন : পড়তে দেয়া উচিত ছিল!Rolling on the Floor Rolling on the Floor পানি কিন্তু নিজের জায়গা খুঁজে নেয় আজ না হয় কাল!Tongue Tongue
১১ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৪৯
217236
সত্য কন্ঠ লিখেছেন : নোমান২৯ এর জবাবের সাথে একমত।
272551
০৯ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:১৬
ইসলামী দুনিয়া লিখেছেন : কৃতজ্ঞতাঃ আর রাহীকুল মাখতুম, মানে কি?
১১ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৪৯
217237
সত্য কন্ঠ লিখেছেন : তাদের ওখান থেকে কপি করেছি বলে।
১১ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:১০
217275
ইসলামী দুনিয়া লিখেছেন : আর রাহীকুল মাখতুমের পৃষ্টা নাম্বাটা দিলে ভালো হতো। কারন এটা পড়েছি কিনা আমার মনে হয় না। তাহলে কি আমার বইটাতে সেটা ছাপায়নি। পৃষ্টা নং দিয়েন।
272592
০৯ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৩৯
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

পড়লাম, জাযাকাল্লাহ..

দোয়া করি মুসলমান সমাজ এসব শিক্ষার আলোয় আলোকিত হোক
১১ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৫০
217238
সত্য কন্ঠ লিখেছেন : ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
272632
০৯ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৫৬
শেখের পোলা লিখেছেন : ইসলাম হামেশাই সৌন্দর্য মণ্ডিত, শুধু অন্ধদের চোেই তা পড়েনা, কারণ তারা দেখেনা৷ ধন্যবাদ৷
১১ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৫০
217239
সত্য কন্ঠ লিখেছেন : ধন্যবাদ।
272642
০৯ অক্টোবর ২০১৪ রাত ০৮:০৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অনেক ধন্যবাদ
আমরা এখন ভুলে গিয়েছি সেই ভাতৃত্ববোধ।
১১ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৫০
217240
সত্য কন্ঠ লিখেছেন : ধন্যবাদ।
272654
০৯ অক্টোবর ২০১৪ রাত ০৯:৩৪
পুস্পিতা লিখেছেন : ঘটনাটি এই প্রথম পড়লাম। শিক্ষনীয়।
১১ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৫০
217241
সত্য কন্ঠ লিখেছেন : এরকম অনেক কিছুই রয়েছে আমাদের না পড়া।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File