বিশ্ব হাত ধোয়া দিবস
লিখেছেন লিখেছেন সত্য কন্ঠ ১২ মে, ২০১৪, ০৪:৪৮:১০ রাত
বিশ্ব হাত ধোয়া দিবস
লিখেছেন : শেখ মিঠুন
জাতিসংঘ সম্ভবত অক্টোবর মাসের কোনো একটা দিনে বিশ্ব হাত ধোয়া দিবস ঘোষণা করেছে বছর কয়েক আগে । সেখানে বলা হয়েছে প্রতিদিন পাঁচ-ছয়বার সাবান দিয়ে ভালো করে কচলিয়ে হাত ধুলে কতকগুলো রোগ থেকে বাঁচা সম্ভব। যেমন ডায়রিয়া, ব্রঙ্কাইটিস, জন্ডিস, সর্দী-কাশি, সিজনাল জ্বর, খোঁস-পাঁচড়া ইত্যাদি। অস্বীকার করার উপায় নেই যে, এসব রোগ মানুষকে যেমন ভোগায় তেমনি এসব রোগ থেকে নানাবিধ রোগের জন্ম হয়। আর পাঁচ-ছয়বার সাবান দিয়ে ভালো করে কচলিয়ে হাত ধুলে এইসব রোগ থেকে বাঁচা সম্ভব।
মজার ব্যাপার হচ্ছে, চৌদ্দশত বছর আগে আমাদের নবীজী স: দৈনিক পাঁচবার এবং ততধিকবার অজুর মাধ্যমে এই হাত ধোয়ার ব্যবস্থা করে গেছেন। জাতিসংঘ ঘেষিত হাত ধোয়ার সিসটেমের চেয়ে এই অজু আরো সাইন্টিফিক।
কিন্তু নবুয়াতের স্বীকৃতি দেয়া হবে বলে জাতিসংঘ এই বিষয়টি বেমালুম চেপে গেছে।
তেমনিভাবে চেপে গেছে হেজাবের ব্যাপারটিও।
বিষয়: বিবিধ
১০৯৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন