নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে তৈলাক্ত বেলুন (কনডম) প্রদান উপলক্ষে বিশিষ্টজনদের মতামত
লিখেছেন লিখেছেন সত্য কন্ঠ ২৭ এপ্রিল, ২০১৪, ০৫:৩১:৫২ বিকাল
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে তৈলাক্ত বেলুন (কনডম) প্রদান উপলক্ষে বিশিষ্টজনদের মতামতঃ
জাফ্রিক বাল: শুধু পড়া শুনা কৱলেই হবে না।তোমরা ছেলেমেয়েরা পরষ্পরকে গভীরভাবে জানতে হবে।জীবনকে উপভোগ করতে শেখ।এক্ষেত্রে অবশ্যই কনডম ব্যবহার করবে।
শয়তানা কামান : তোমরা সাবালক সাবালিকা। তোমাদের নিজের সিদ্ধান্ত নেয়ার অধিকার তোমাদের আছে। জৈবিক চাহিদা তোমাদের মানবাধিকার। তবে AIDS থেকে বাঁচতে নিরোধক ব্যবহার করবে।
স্বাস্থ্যমরকী : AIDS থেকে বাচঁতে অবশ্যই কনডম ব্যবহার করবে। আমাদের সময় এমন ফ্রী কনডম বিতরন Campaign না থাকলেও আমরা তোমাদের সে সুযোগ করে দিচ্ছি।
ইমরান এইডস চারখার : ঐ জামাত শিবির বেকডেটেড দের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত হয়ে নিজের নামের সাথে এইডসকে ধারন করছি। আমরা শাহাবাগে কনডম ব্যবহাৱ করেছি। কেননা, আমরা কোন অবৈধ সন্তান জন্ম দিতে চাই না।
মিথ্যা হক : যৌবনে যে যুবক যুবতীরা অবাধ জৈবিক সম্পর্ক গড়ে তুলে না,তারা বাঙ্গালী নয়। তবে AIDS থেকে বাঁচতে কনডম ব্যবহার করবে।
আনিসুল (বে)হকঃ প্রেমের মূল উপজীব্যই হল জৈবিক চাহিদা।জৈবিকতা বিহীন সম্পর্ক মানুষকে অসামাজিক হিসেবে গড়ে তুলে। তবে নিরোধক ব্যবহার করতে ভুলবেনা।
সেঞ্চুরীয়ান মানিক (নিউইয়র্ক থেকে স্কাইপিতে): আমি ধর্ষণের সেঞ্চুরী করেছি। কিন্তু একটি অবৈধ ছেলে মেয়েও জন্ম দেইনি।
এবং AIDS থেকে সম্পূর্ণ নিরাপদ।কেননা, আমি কনডম ব্যবহার করতাম।এখন আমি PANTHAR এর ব্রান্ড এম্বাসেডর হিসেবে বিদেশ সফরে আছি। তাই নিরাপদ
থাকতে কনডম ব্যবহার কর।
(সংগৃহীত)
বিষয়: বিবিধ
৩৮৭৬ বার পঠিত, ৩৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রশ্নডা অইলো- জাফর ষাড়ের নজর এবং টগবগে তরণীর নজরের মধ্যে পার্থক্য নির্ণয় পূর্বক তাদের মধ্যে সম্পর্কের সমীকরণ নির্ণয় কর।
শালা বেজন্মার দল দেশএর সোনার ছেলে-মেয়েদের নষ্ট কইরা দিতাছে,হাতে ক্ষমতা থাকলে কচু কাটা করতাম।
মন্তব্য করতে লগইন করুন